বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) প্রায়শই ওঠানামা করে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের মাথায়। তেমনি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েন। তবে সোনার দাম কমলে হাঁফ ছেড়ে বাঁচেন মধ্যবিত্ত মানুষ থেকে বিক্রেতারা। আজ এক নজরে দেখে নিন বাজারে সোনার দাম কত যাচ্ছে।
এক নজরে দেখে নিন আজকের সোনার দাম (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা (Gold) অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার (Gold) দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। কিছুদিন আগে এই হলুদ ধাতুর দাম প্রায় একলাখের গণ্ডি পার করেছিল। যার ফলে চিন্তায় পঢড়ছিলেন আমজনতা। তবে আজকে শহর ও শহরতলীয় অঞ্চলে সোনার দাম কত তার নিচে বিস্তারিত জানানো হল।
আজ অর্থাৎ মঙ্গলবার ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত যাচ্ছে তা একনজরে দেখে নিন। মঙ্গলবার ২২ ক্যারেট (Carat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৪১০ টাকা (+১০)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৪১০০ টাকা (+১০০)। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯০০ টাকা (+১০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯০০০ টাকা (+১০০)। ২৪ ক্যারেট (Carat) ১ গ্ৰাম পাকা সোনার বাটের দাম ৯৮৫০টাকা (+১০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার বাটের দাম ৯৮৫০০টাকা (-১০০)। সোনার পাশাপাশি রুপোর আজকের দাম, ১০০ গ্ৰাম খুচরো রুপোর দাম ১১৩৮৫ টাকা(+১৫)। ১ কেজি খুচরো রুপোর দাম (Silver Price) ১১৩৮৫০ টাকা (+১৫০)। এছাড়াও আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম পড়বে ১১৩৭৫ টাকা (+১৫)। ১কেজি রুপোর বাটের দাম পড়বে ১১৩৭৫০ টাকা (+১৫০)।
আরও পড়ুন: এইভাবে বাগানের কাজে ব্যবহার করুন লেবুর খোসা, জানুন ঘরোয়া টোটকা…
এছাড়া সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Carat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। পাশাপাশি, সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।