বাংলা হান্ট ডেস্কঃ ব্রাজিলকে হারিয়ে 28 বছর পর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। ডি মারিয়ার গোলে স্বপ্ন পূরণ হল মেসির। সেই সঙ্গে দেশে জার্সি গায়ে প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জিতলো মেসি। এতদিন পর্যন্ত ক্লাব ফুটবলে অনেক ট্রফি জিতলেও আন্তর্জাতিক ট্রফি অধরাই ছিল মেসির। অবশেষে সেই স্বপ্নও পূরণ হল।
🔟 Messi 🤜🤛 PIBE 🐶#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/wb37C0su7w
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 11, 2021
পুরো টুর্ণামেন্টে অসাধারণ পারফরম্যান্স করেন মেসি। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জেতার দাবিদার হয়ে ওঠেন মেসিই। আর্জেন্টিনা না জিতলেও হয়তো এই পুরস্কার গুলি মেসিই জিততো কিন্তু সেটা মেসির জন্য খুব একটা সুখের হত না বরং দেশ না জিতলে সেটা মেসির জন্য আরও অনেক বেশি বেদনাদায়ক হত।
HECHOS EL UNO AL OTRO 😍 🇦🇷#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/w4YC21Dxei
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 11, 2021
তবে সেই সুযোগ দিল না আর্জেন্টিনায় মেসির সতীর্থরা। আর্জেন্টিনায় মেসির সতীর্থ ডি মারিয়া গোল করে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করে মেসির স্বপ্ন পূরণ করলেন।
MISIÓN CUMPLIDA ✅#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/w0wNQXdTPh
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 11, 2021
SONRÍAN 📸
Messi 🤳 De Paul #VibraElContinente #CopaAmérica pic.twitter.com/bSjIkhAzV2— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 11, 2021
টুর্নামেন্টে 7 ম্যাচ খেলে চারটি গোল করেছেন মেসি, অ্যাসিস্ট করেছেন পাঁচটি। পাঁচটি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন। স্বাভাবিকভাবে টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল পেলেন মেসি। এছাড়াও সর্বোচ্চ গোল করার নিরিখে গোল্ডেন বুটও উঠলো মেসির হাতেই। পুরো টুর্ণামেন্টে একটিও গোল না খেয়ে নজির গড়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। স্বাভাবিকভাবেই সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস উঠলো তার হাতেই।