সুখবর! ধীরে ধীরে করোনাকে জয় করছে ভারত, দেশে বাড়ছে সুস্থতার হার

বাংলা হান্ট ডেস্ক: চীনের উহান থেকে আগত করোনা ভাইরাস সারাবিশ্বের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। করোনা ভাইরাসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করেছে প্রত্যেকটি বিশ্ববাসী।

বিশ্বের সমস্ত উন্নতশীল দেশ গুলিও হিমশিম খাচ্ছে করনা ভাইরাসের কবল থেকে নিজেদের রক্ষা করার জন্য। করোনা ভাইরাসের থাবায় ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রচুর প্রচুর মানুষের।images 5 26

অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও প্রবেশ করেছে এই মারণ ভাইরাস। সংক্রমণ রুখতে গত 24 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে প্রত্যেকটি রাজ্য সরকার।

images 1 43

প্রথম দফার লকডাউন উঠে যাওয়ার কথা ছিল 4 এপ্রিল তবে বর্তমান পরিস্থিতির নিরিখে লকডাউন এর সময়সীমা বাড়িয়ে করা হয় 31 শে এপ্রিল পর্যন্ত। কিন্তু পরিস্থিতি এখনও অব্দি এতটাই জটিল যে ফের লকডাউন বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তরফ থেকে। জানা যাচ্ছে, ২১ শে মে পর্যন্ত চলতে পারে লকডাউন।

iStock 1214127666 1585820287

এরপর পরিস্থিতির মধ্যে সুখবর পাওয়া গেছে ধীরে ধীরে করো নাকি জয় করছে ভারত দেশে অনেকটাই বাড়ছে সুস্থতার কার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশে গত 24 ঘন্টায় কোনো সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন 381 জন মানুষ সুস্থ হয়েছেন

6185 যন্ত্রণা থেকে সুস্থ হয়ে ওঠার হারবাল 22.7 শতাংশ বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা 27 হাজার 892 জন এবং মৃতের সংখ্যা 872 এছাড়াও এখন সম্পূর্ণ মুক্ত দেশের মধ্যেও রয়েছে 297 টি জেলা এবং ঋণ জমি রয়েছে 12 টি জেলা সব মিলিয়ে দেখা যাচ্ছে ধীরে ধীরে করো না কে জয় করছে ভারত

Udayan Biswas

সম্পর্কিত খবর