কলকাতার যাত্রীদের জন্য সুখবর, আজ থেকেই বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা, আরও রাত পর্যন্ত চলবে রেল

বাংলাহান্ট ডেস্ক : বাড়তে থাকা করোনা পরিস্থিতির জেরে গত ৩ জানুয়ারি থেকে রাজ্যে জারি ছিল আংশিক লকডাউন। যার জেরে বেশ ভালোরকম প্রভাব পড়েছিল লোকাল ট্রেন এবং মেট্রো রেলে। তবে গত ১ ফেব্রুয়ারি থেকে খানিকটা হলেও শিথিও হয়েছে বিধিনিষেধ। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান সেকথাই। নিত্যযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে আরও বেশি রাত অবধি মিলবে মেট্রো।

মেট্রো রেল সূত্রে খবর,২ ফেব্রুয়ারি থেকেই বদলাতে চলেছে মেট্রোর সময়সূচি। বাড়বে ট্রেনের সংখ্যাও। এতদিন অবধি রাত ১০ টা থেকেই নৈশ কার্ফু জারি ছিল রাজ্যে। তবে নতুন নির্দেশিকায় তা বাড়িয়ে রাত ১১টা করেছে নবান্ন। ফলে প্রান্তিক স্টেশনগুলি থেকে এখনের চেয়ে আরও ৩০ মিনিট পরও মিলবে শেষ মেট্রো, এমনটাই জানা যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

আজ থেকেই দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত ৯টার পরিবর্তে সাড়ে ৯টাতেও মিলবে শেষ মেট্রো। সপ্তাহের ৭দিনই মিলবে এই পরিষেবা। অন্যদিকে সোম থেকে শনি সকালের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টাতেই। রবিবার প্রথম মেট্রো পাওয়া যাবে বেলা ১০ টায়। দক্ষিণেশ্বর থেকে কবিসুভাষ যাওয়ার শেষ মেট্রো ৮ টা ৪৮ মিনিটের বদলে ছাড়বে ৯টা ১৮ মিনিটে।

বাড়ছে ট্রেনের সংখ্যাও। সোম থেকে শুক্র ২৭০ টির বদলে চলবে ২৭৬ টি ট্রেন। শনিবার ২২৪ টির বদলে ২৩০ টি ট্রেন এবং রবিবার ১১৪ টির বদলে ১২০ টি ট্রেন চলবে। স্মার্টকার্ড এর পাশাপাশি মিলবে টোকেনও। তবে করোনাবিধি মেনে চলা এখনও বাধ্যতামূলকই থাকছে মেট্রোরেলে সফরের ক্ষেত্রে।

metro rail 1

রাজ্যের এহেন ঘোষণার পরে কার্যতই স্বস্তি নিত্যযাত্রী মহলে। মেট্রোর সংখ্যা এবং সময় বাড়ায় দৈনন্দিন জীবনে অনেকটা সুবিধা পাবেন বলেই মনে করছেন তাঁরা। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় আবারও আংশিক স্তব্ধ হয়েছিল বাংলার জনজীবন। এবার আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কিছুটা কমায় আবারও স্ব ছন্দে ফিরছে বাংলা।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর