বাংলা হান্ট ডেস্কঃ ফের লাইনচ্যুত মালগাড়ি (Goods train derailed)। এবার হাওড়া-খড়গপুর শাখায় (Howrah kharagpur division) লাইনচ্যুত এক মালগাড়ি। ঘটনাটি ঘটেছে ওই শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে। যুদ্ধকালীন তৎপরতায় মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ চলছে। ঘটনার জেরে চরম দুর্ভোগের মুখে হাওড়া – খড়গপুর শাখার নিত্যযাত্রীরা। আপ লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
জানা যাচ্ছে এদিন ভোরের দিকে পশ্চিম মেদিনীপুরের নন্দাইগাজন স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে ওই মালগাড়িটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। শুরু হয়েছে মালগাড়িটি উদ্ধারের কাজ। দুর্ঘটনার জেরে থমকে রয়েছে বহু ট্রেন।
হাওড়া-খড়গপুর শাখায় মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় পাঁশকুড়া-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বহু ট্রেন। ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে নিত্যযাত্রীরা। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা যায়নি। কতক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, তাও জানা যায়নি।
আরও পড়ুন: ‘সব ভুল, সবটা, আসলে অভিষেক…’, এবার বোমা ফাটালেন কুণাল ঘোষ
সাতসকালে কিভাবে লাইনচ্যুত হল মালগাড়িটি তা এখনও সঠিকভাবে জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। একেই ঘন কুয়াশার জেরে ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা আর এদিন মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় আরও সমস্যার মুখে সাধারণ মানুষ।