বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি বিশ্বে চলা মন্দার কারণে হাজার হাজার কর্মী ছাঁটাই চলেছে একাধিক সংস্থায়। তার মধ্যে গুগলও (Google) রয়েছে। এক ধাক্কায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করে দিয়েছে তারা। এর ফলে হঠাতই কাজ হারিয়েছেন একাধিক কর্মী। নতুন পুরোনো মিলিয়ে ১২ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এই ছাঁটাইয়ের পরেই একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট উঠে আসছে।
সেখানে সদ্যপ্রাক্তন কর্মীরা তাঁদের অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। তেমনই এক কর্মী নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি প্রায় ২০ বছর ধরে গুগলে কাজ করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এ বার বাদ পড়তে হয়েছে তাঁকেও। তাঁর পোস্ট নেটিজেনদের খুবই পছন্দ হয়েছে। কাজের ক্ষেত্রে একটি সংস্থায় অনেক সময় ধরে টিকে থাকাকে খুবই গুরুত্ব দেওয়া হয়।
যদিও বেসরকারি ক্ষেত্রে বেশিদিন ধরে একটি সংস্থায় কাজ করা খুব একটা দেখা যায় না। তাই গুগলের সদ্যপ্রাক্তন কর্মী জোয়েল লিচের (Joel Leitch) কাহিনী সকলেরই মনে ধরেছে।গবিগত ১৬ বছর ধরে তিনি গুগলে কর্মরত ছিলেন। লিঙ্কডইনে (LinkedIn) একটি পোস্ট করে তিনি জানিয়েছেন নিজের কাজ হারানোর কথা। জোয়েল জানিয়েছেন, ২০০৫ সালের জানুয়ারিতে তিনি গুগলে যোগ দিয়েছিলেন।
একজন ইন্টার্ন হিসেবে পথচলা শুরু তাঁর। তারপর কেটে গিয়েছে সাড়ে ১৬ বছর। এটিই তাঁর প্রথম সংস্থা ছিল বলে জানিয়েছেন জোয়েল। গুগল একটি অসাধারণ সংস্থা বলে মত তাঁর। এখানে খুবই মেধাবী ও প্রতিভাবান মানুষরা কাজ করেন। পোস্টের একটি অংশে জোয়েল লিখেছেন, ‘একজন শিক্ষানবিশ হিসেবে আমার উপর ভরসা করার জন্য ধন্যবাদ। এত বছরের জন্য এখানে কাজ করা আমার কাছে গর্বের। সবাইকে সত্যিই খুব মিস করব।’
সংস্থাকে বিদায় জানানোর আগে এখনকার কর্মীদের জন্য একটি বার্তা দিয়েছেন জোয়েল। তাঁদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা ভাল ভাবে কাজ করতে থাকুন। গুগলের ভাল কাজগুলি বজায় রাখুন। সব সময় মাথায় রাখবেন ব্যবহারকারীদের কোন জিনিস পছন্দ।’ একইসঙ্গে কর্মীদের উদ্দেশ্যে তিনি ব্যবহারকারী ও গুগলের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দিয়েছেন। তবে তিনি এও লিখেছেন যে গুগল তার অন্যতম ভাল কর্মীকে হারাল।