বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে ডিজিটাল দুনিয়ায় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ কাজ ঘরে বসে মোবাইলে এক ক্লিকেই সম্ভব হচ্ছে। তাই তো আর দৌড়ে দৌড়ে ব্যাঙ্কের লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে না। তবে অনেক সময় অনলাইনে কাজ করতে গিয়ে গ্রাহকদের তথ্য চুরির ভয় থাকে, বিশেষ করে অনলাইনে পেমেন্ট কিংবা বিভিন্ন অ্যাপের সাহায্যে ব্যাংকের লেনদেনের কাজ তবে এবার গ্রাহকদের সেই তথ্য সুনিশ্চিত ও সুরক্ষিত রাখতে গুগল হাত মেলাচ্ছে ব্যাংকের সঙ্গে।
জানা গিয়েছে গ্রাহকদের অর্থনৈতিক খুঁটিনাটি যাতে বাইরে প্রকাশিত না হয় এবং তথ্য যাতে চুরি না হয় তার জন্য গুগল যুক্ত হচ্ছে দেশের ব্যাঙ্কের সঙ্গে। অন্য দিকে আবার ডিজিটালে অভ্যস্ত করতে এই পদক্ষেপ নেওয়ার উল্লেখযোগ্য সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই দেশের অধিকাংশ গ্রাহক গুগল পে ব্যবহার করে যাবতীয় সুবিধা পান তবে ডিজিটাল যুগে ব্যাংকিং পরিষেবাকে আরও সহজতর করে তুলতে অ্যাপের সাহায্যে মানুষ তাতে আরও সুবিধা পায় তার জন্য নয়া পদক্ষেপ।
তাই আগামী বছর এই গুগলের এই ব্যাংকিং প্রকল্প লঞ্চ হবে বলেই সূত্রের খবর। তাই তো বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের এক নতুন যাত্রা শুরু হতে চলেছে। যার মাধ্যমে গুগল পে অ্যাকাউন্টের তথ্য চেক করা, কোড নেম ক্যাচের সাহায্যে কিন্তু চেক করা যাবে। একই সঙ্গে অন্যান্য পরিষেবা গুলি পাওয়া যাবে।
যদিও এর আগে ফেসবুক ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছিল কিন্তু সেভাবে সফল হয়নি তাই তো এবার আগামী বছর ফেসবুক নতুন করে ডিজিটাল পেমেন্ট সিস্টেম লিবরা চালু করতে চলেছে। তবে অজানা অচেনা তথ্য দেওয়া সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গুগল ছাড়া আমরা অসম্পূর্ণ তবে এই ব্যাংকিং পরিষেবা গুগলের কতটা সাফল্য আনতে পারে তা দেখা তার যত সময়ের অপেক্ষা।