ফাঁস হয়ে যেতে পারে আপনার গোপন তথ্য ও ছবি, এই অ্যাপগুলি এক্ষুনি ডিলিট করুন

বাংলাহান্ট ডেস্কঃ গুগল ( Google) প্লে স্টোর থেকে সম্প্রতি বহু অ্যাপ্লিকেশনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ব্যবহারকারীর গোপন তথ্য চুরি করে। তথ্য ( data) চুরির অভিযোগে নিজের প্লে স্টোর থেকে এদের বাদ দিয়েছে গুগল। আপনার ফোনে এই অ্যাপ থাকলে এক্ষুনি ডিলিট করুন।

smartphone head 1499171334

কিভাবে চুরি যায় তথ্য

সাধারণত ক্রীপওয়্যার অ্যাপ্লিকেশনগুলি আপনার গোপন তথ্য চুরি করে থাকে। এবং অনেক ক্ষেত্রেই সেই তথ্য বিক্রিও করে দেওয়া হয় মোটা দামে। সাধারণত
হ্যাকারদের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনগুলি অপারেট হয়ে থাকে।

এর মাধ্যমে যে কোন ব্যক্তির উপর নজরদারি করার জন্য ব্যবহার করে। তাকে হুমকি দেওয়া অথবা জালিয়াতি করার জন্য ব্যবহার করা হয় এই অ্যাপ্লিকেশনগুলি। এর মাধ্যমে হ্যাকার আপনার অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করে এবং আপনার পাসওয়ার্ড অবধি চুরি করে নেয়।

যখনই আপনি এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন আপনার ফোনের বহু তথ্য হ্যাকারদের হাতে চলে যায়। একই সাথে সে ইচ্ছে করলে আপনার ফোনের ক্যামেরা অপারেট করে আপনার ছবি ও ভিডিও তুলতে পারে।

এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করার মাধ্যমে হ্যাকাররা দূরে বসে কম্পিউটারের মাধ্যমে আপনার স্মার্টফোনের সমস্ত তথ্য চুরি করে নিতে পারে। পরিসংখ্যান বলছে, এইরকম ১০৯৫টি অ্যাপ্লিকেশনের খোঁজ মিলেছে, যেগুলি ২০১৭ থেকে ২০১৯-র মধ্যে ১০ লক্ষবার ডাউনলোড করা হয়েছে।
রইল তালিকায়

https://www.semanticscholar.org/paper/The-Many-Kinds-of-Creepware-Used-for-Interpersonal-Roundy-Mendelberg/f52b9ea6325d1089ddb606e152672bab7448d73b?_ga=2.107606144.389985361.1589208551-amp-yvYseVKd-YrdHZKmhNz2nCXTl2r3GWC_XlcuHBvm-MxSbCoaFjZId7TcuAJwhAh4

সম্পর্কিত খবর