মোদির সফরেই বড় ঘোষণা, ভারতে অপারেশন সেন্টার খুলবে গুগল! জানালেন খোদ পিচাই

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রীর আমেরিকা যাওয়ার ফল হাতেনাতে পেল ভারত। মার্কিন সফরে সুন্দর পিচাইয়ের (Sundar Pichai) সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই বড়সড় ঘোষণা করলেন গুগল সিইও (CEO of Google)। তিনি জানান, মোদির রাজ্য গুজরাটে ফিনটেক অপারেশন সেন্টার তৈরি করবে টেক জায়ান্ট গুগল।

মোদির শাসনকালে যেভাবে ডিজিটাল মাধ্যমের দিকে অগ্রসর হয়েছে ভারত, তার ভূয়সী প্রশংসা করেন পিচাই। তিনি বলেন, ‘আমেরিকায় মোদির (PM Modi) সঙ্গে দেখা হওয়ায় আমি আপ্লুত। প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে ভারতের ডিজিটাল খাতে ১০০০ কোটি ডলার বরাদ্দ করেছে গুগল। তাই এবার গুজরাটে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলা হবে।’

   

এই সেন্টারের পোশাকি নাম হবে গিফ্ট সিটি। রাজধানী গান্ধীনগরে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি তৈরি হবে।’ এরপরই মোদির প্রশংসা করে পিচাই বলেন, ‘ডিজিটাল নিয়ে মোদির চিন্তাভাবনা সময়ের চেয়ে অনেকখানি এগিয়ে। অন্য দেশের কাছে ভারত দৃষ্টান্ত তৈরি করেছে।’

google sundar pichai

মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার সময় মোদির মুখে উঠে আসে উন্নততর প্রযুক্তির প্রসঙ্গ। গত কয়েক বছরে কীভাবে প্রযুক্তি ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের বড় ভূমিকা নিয়েছে, সে কথা বলেন মোদি। তবে প্রযুক্তিগত এআই-এর পাশাপাশি এআই অর্থাৎ আমেরিকা-ইন্ডিয়াও যে পারস্পরিক আদান-প্রদান ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করেছে, তাও শোনা যায় মোদির গলায়। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই ওই বিশেষ টি-শার্টটি উপহার দেন বাইডেন।

গুগলের সিইও বলেন, ‘আমি ডিসেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি । আমি তাঁকে জানাই যে গুগল ভারতের ডিজিটাইজেশন ফান্ডে ১০০০ কোটি ডলার বিনিয়োগ করছে ।আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা সংস্থাগুলির মাধ্যমে বিনিয়োগ করে চলেছি । তারই অংশ হিসেবে আমরা ১০০টি ভাষায় বোট আনার উদ্যোগ নিয়েছি । আমরা খুব শীঘ্রই আরও ভারতীয় ভাষায় বট নিয়ে আসছি ।’
খড়গপুর আইআইটির এই প্রাক্তনী আরও জানান, ডিজিটাল ইন্ডিয়ার প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি সময়ের থেকে অনেক এগিয়ে । তিনি এখন এটিকে একটি ব্লুপ্রিন্ট হিসেবে দেখছেন ৷ তা দেখে অন্যান্য দেশ অনুপ্রাণিত হচ্ছে ৷ তারাও এরকম ডিজিটাল ব্যবস্থা করতে চাইছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর