পার্থ কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় শিক্ষকের বাড়ি ভাঙচুর! অভিযুক্ত তৃণমূল কংগ্রেস

   

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) দুর্নীতি মামলায় সম্প্রতি ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ৫০ কোটি টাকার কাছাকাছি নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং একাধিক সোনা গয়না। এই ঘটনায় পার্থ চট্টোপাধ্যায় জড়িত রয়েছেন বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি।

একই সঙ্গে রাজ্যে বামেদের তরফ থেকে একাধিক প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। একইভাবে সম্প্রতি ক্যানিংয়ের (Canning) এক বামপন্থী স্কুল শিক্ষক সোশ্যাল মিডিয়ায় পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কিত পোস্ট করার পাশাপাশি বামেদের মিছিলে পা মেলান আর এর মাঝেই গতকাল রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল, যা ঘিরে গোটা ক্যানিং জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য।

হামলাকারীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। যদিও পাল্টা দিয়েছে শাসকদল। অভিযোগ, গতকাল রাত সাড়ে দশটার সময় এক দুষ্কৃতীদের দল প্রিয়ব্রত ঘোষ নামে ওই বামপন্থী শিক্ষকের বাড়িতে হামলা চালায়। পরবর্তীতে তাদের সকলকে চিনতে না পারলেও কয়েকজনকে তৃণমূলের কর্মী বলে অভিযোগ করেন ওই শিক্ষক। এমনকি, ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। এ ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সম্পূর্ণ ঘটনায় উঠে এসেছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের নাম। তবে যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি জানান, “যার কথা উঠে আসছে, তিনি নিজের বাবাকে মারধর পর্যন্ত করতেন। আমাদের এলাকা খুবই শান্তিপ্রিয়। আমি সবসময় চেষ্টা করি যাতে এলাকার শান্তি যাতে বিঘ্নিত না হয়। বিরোধীদের ওপর কোনো রকম অত্যাচার আমরা করিনি আর করবো না।” তবে বামপন্থী শিক্ষকের বাড়িতে ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর