বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে একটু দূরে আছে ঠিকই, কিন্তু বিজেপির সরকার গড়া প্রায় নিশ্চিত হয়ে গেছে। দলের হাতে আসা এই অবসর আর তাঁরা ছাড়তে চাইছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সঙ্কটমোচন হয়ে ময়দানে নেমে পড়েছেন। উনি সন্ধ্যে ছয়টা নাগাদ ট্যুইট করে মনোহর লাল খট্টর সরকারের পাঁচ বছরের প্রশংসা করেন, এবং উনি এও জানিয়ে দিয়েছেন যে, হরিয়ানায় আগামী সরকার মনোহর লাল খট্টরের নেতৃত্বেই হবে।
गत 5वर्षों में मोदी जी के केंद्रीय नेतृत्व में खट्टर सरकार ने हरियाणा की जनता के कल्याण के लिए हर संभव प्रयास किये।
भाजपा को सबसे बड़ी पार्टी बनाकर पुनः सेवा का मौका देने के लिए जनता का अभिनंदन करता हूँ।मुख्यमंत्री श्री @mlkhattar, श्री @subhashbrala व सभी कार्यकर्ताओं को बधाई।
— Amit Shah (@AmitShah) October 24, 2019
আর এরই মধ্যে জননায়ক জনতা পার্টির প্রধান দুষ্মন্ত চৌটালাকে অমিত শাহ ডিনারের জন্য আমন্ত্রণ করে ফেলেছেন। ডিনার ডিপ্লোম্যাসির মাধ্যমে খাওয়ার টেবেলি হরিয়ানা নিয়ে চর্চা হবে। বিজেপি দুষ্মন্ত চৌটালাকে নিজেদের সাথেই নিতে চাইছে। এছাড়াও হরিয়ানার নির্দলীয় বিধায়কেরা বিজেপির সঙ্গ দেবে বলে জানিয়েছে। আট জনের মধ্যে সাত জন নির্দলীয় বিধায়ক মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সাথে ইতিমধ্যে যোগাযোগ করে ফেলেছে।
Gobind Kanda, brother of Independent MLA Gopal Kanda:
2009 has repeated itself in 2019. Instead of Congress it is BJP today, with victory on 40 seats. Gopal Kanda has left for Delhi with 6 MLAs. They will form BJP's govt. #HaryanaAssemblyPolls pic.twitter.com/RGqlEkpzuV— ANI (@ANI) October 24, 2019
বিজেপির রাজ্যে স্থির সরকার দিতে চাইছে, আর এই জন্য বিজেপি দুষ্মন্ত চৌটালাকেও সাথে নিতে চাইছে। আর এর জন্য ওনাকে ডেপুটি সিএম এর অফারও দিতে পারে বিজেপি। জজপা যদি বিজেপির সঙ্গ দেয়, তাহলে মন্ত্রী মণ্ডলেও তাঁদের যায়গা দিতে হবে। আরেকদিকে নির্দলীয় বিধায়কদের মনোহর লাল খট্টর আশ্বস্ত করেছেন। ওই বিধায়কদেরও সরকারের অংশ বানানো হবে।
হরিয়ানায় ৯০ টি বিধানসভার আসন আছে। বিজেপি হরিয়ানায় ৪০ টি আসন পেয়েছে। সরকার গড়ার জন্য যেকোন দলকে ৪৬ টি আসন দখল করতে হবে। আর সাতজন নির্দলীয় বিধায়ককে দলে যুক্ত করে সরকার বানাতে চলেছে বিজেপি। কিন্তু জনতাকে স্থায়ী সরকার দেওয়ার জন্য বিজেপি দুষ্মন্ত চৌটালাকেও সরকারের অংশ বানাতে চাইছে।