পেয়াজের দামে লাগাম টানতে। রপ্তানি। নিষিদ্ধ করল সরকার।

বাংলা হান্ট ডেস্ক: পিয়াজ এর দাম আকাশ ছোঁয়া। মাথায় হাত মধ্যবিত্ত দের। এই দামে লাগাম টানতে এবং দেশীয় বাজারে জোগান বাড়াতে রফতানি নিষিদ্ধ করল সরকার। মহারাষ্ট্রের মতো পেঁয়াজ উত্পন্নকারী রাজ্যগুলোতে বন্যার কারণে দেশীয় বাজারে পেঁয়াজের সরবরাহে ভাটা পড়েছে। ফলে দেশীয় বাজারে হু হু করে পেঁয়াজের দাম বাড়ছে।রবিবার ডায়রেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) জানিয়েছে, এখন থেকে সব রকমের পেঁয়াজ রফতানি বন্ধ করা হচ্ছে।   মূল্যবৃদ্ধির দিকে নজর রেখে গত মাসেই কেন্দ্র হুঁশিয়ারি দিয়েছিল কোনও ভাবেই পেঁয়াজ মজুত রাখা যাবে না। রাখলে কড়া ব্যবস্থা নেবে সরকার। কিন্তু তা সত্ত্বেও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই এ বার রফতানি বন্ধের সিদ্ধান্ত নিল সরকার।ডিজিএফটি হল বাণিজ্যমন্ত্রকের অধীনে থাকা একটি সংস্থা যা দেশের আমদানি ও রফতানির বিষয়টি দেখাশোনা করে। ঊর্ধ্বমুখী দামে রাশ টানতে  আগেই গত ১৩ সেপ্টেম্বর ন্যূনতম রফতানি মূল্য ধার্য করে ডিজিএফটি। প্রতি টন পিছু পেঁয়াজের মূল্য ধার্য করা হয় প্রায় ৬০ হাজার টাকা। এই সর্বনিম্ন মূল্যের কমে কোনও পণ্য রফতানি করা যায় না।

IMG 20190929 234026

দিল্লিতে  বর্তমানে পেঁয়াজের দাম কেজি প্রতি ৬০-৮০ টাকা। দেশের অন্য  সব খানেই ছবির বদল নেই। একইরকম অবস্থা সবারই।কোথাও কোথাও আবার সেই দামকেও ছাড়িয়ে গিয়েছে। অন্য আকাশছোঁয়া দাম থেকে আমজনতাকে তাই রেহাই দিতে সরকার ইতিমধ্যেই দেশ জুড়ে ৫০ হাজার টন পেঁয়াজ মজুত করেছে।তবে ভবিষ্যত দিনেও এই ব্যবস্থা কতটা কার্যকরী হবে তা এখনই বলা যায়না

সম্পর্কিত খবর