গাড়ির বয়স এত বছর পেরলেই আর চলবে না রাস্তায়! জারি হল নয়া বিজ্ঞপ্তি

   

বাংলাহান্ট ডেস্ক : পরিবেশ দূষণ কম করার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল পুরনো গাড়ি বাতিল করা নিয়ে। সরকারের পক্ষ থেকে অবশেষে সেই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হল। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে নিয়ম অনুযায়ী ১৫ বছরের পুরনো গাড়ি আর রাস্তায় চলাচল করতে পারবে না। সরকারের এই বিজ্ঞপ্তির ফলে এক নিমেষে বাতিল করতে চলেছে হাজার হাজার গাড়ি।

রাজ্য সরকারের (State Government) তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল যে ১৫ বছরের পুরনো গাড়ি রাস্তায় নিষিদ্ধ করা হল। পরিবেশ দূষণ রোধ করার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আপাতত রাজ্য সরকারের যে সমস্ত সরকারি গাড়ি রয়েছে যেগুলি ১৫ বছরের পুরনো সেগুলো আর রাস্তায় নামবে না। পরিবহন দপ্তর সূত্রে এই খবর জানা গেছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে বাতিল হতে চলেছে প্রায় ১১ হাজার গাড়ি। বাতিল হওয়া এই ১১ হাজার গাড়ির মধ্যে রয়েছে ৫০০ টি বাস। এই বাসগুলি বর্তমানে রয়েছে গ্যারেজে। ১৫ বছরের পুরনো যানবাহন বাতিলের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রথম ধাপে সরকারি গাড়ি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সরকারি গাড়িতে চলার জন্য আমলাদের থেকে টাকা নেওয়া হয়ে থাকে।

indian cars on road

সেক্ষেত্রে বর্তমানে রয়েছে কুড়ি হাজারের কাছাকাছি গাড়ি। পরিবহন দপ্তরের একটি হিসাব অনুযায়ী সরকারের বিজ্ঞপ্তি অনুসারে যদি ১১ হাজার গাড়ি বাতিল হয় সেক্ষেত্রে ৫০ শতাংশ সরকারি গাড়িই বাতিল হবে। তবে জানা গিয়েছে সমস্যা এড়াতে ধাপে ধাপে গাড়িগুলিকে বন্ধ করা হবে। বাতিল হয়ে যাওয়া গাড়ির বদলে আসবে নতুন গাড়ি। সেক্ষেত্রে অর্থ মন্ত্রকের সাথে পরিবহন দপ্তর আলোচনা শুরু করবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর