২০২৪ সালের মধ্যে আমেরিকার মতো রাস্তা বানাবে ভারত! দাবি নীতিন গড়করির

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভায় এদিন সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের দ্বারা অনুদানের দাবি নিয়ে আলোচনা সংঘটিত হয়। ঠিক সেই সময় এক আশ্চর্য দাবি করে বসলেন নীতিন গড়করি। লোকসভায় তিনি দাবি করেন যে, ২০২৪ সালের মধ্যে দেশের সড়ক পরিকাঠামো আমেরিকার মতো করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেন যে, জন কেনেডির একটি কথা তিনি সর্বদা মনে রাখেন। কেনেডি বলেছিলেন যে আমেরিকা ভালো কারণ তারা ধনী বলে নয়, তবে আমেরিকা ধনী কারণ তার রাস্তা ভাল।

নীতিন গড়করি এদিন বলেন, “ভারতকে একটি স্বনির্ভর এবং একটি সমৃদ্ধ ও শক্তিশালী ভারত করার জন্য প্রধানমন্ত্রী মোদী যে প্রস্তাব দিয়েছিলেন তার অনুযায়ী আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে ২০২৪ সাল শেষ হওয়ার আগে ভারতের রাস্তা সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় সমান হবে।” তিনি আরো বলেন, এতে দেশে কর্মসংস্থান যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি পর্যটকদের কাছে আকর্ষণীয়তাও বাড়বে।

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির মতে, তারা এখন গরীব মানুষের টাকায় মহাসড়ক তৈরি করতে চায়। সঙ্গে তিনি এ-ও জানান যে, তাদের কাছে টাকার কোনো অভাব নেই। তিনি বলেন, “InvIT-এর জন্য সকলের সহযোগিতা চাই। ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট মডেলে ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প তৈরি। এতে আমরা যত গরিব মানুষ আছে সবাইকে বলব যারা ন্যাশনাল হাইওয়ে ইনস্টিটিউট বন্ডে টাকা রাখবে, তাদের মধ্যে অন্তত সাত শতাংশ পর্যন্ত রিটার্ন দেওয়া হবে।”

PTI09 30 2021 000091B 0 1634093413402 1634093451084

এদেশের গরীব মানুষের টাকা রাস্তা তৈরিতে ব্যবহার করা উচিত বলে জানিয়েছেন তিনি। যদিও এই প্রচেষ্টার জন্য এখনও সেবি থেকে অনুমোদন পাওয়া যায়নি বলে খবর। তবে তাঁর বিশ্বাস যে, সেবির থেকে অনুমোদন পাওয়া গেলে ভারতের গরিব মানুষের টাকা দিয়েই রাস্তা তৈরি করা হবে এবং সাত শতাংশ রিটার্নও দেওয়া হবে। নীতিন গড়করি সবাইকে বিশ্বাস রাখতে অনুরোধ করেছেন।

Sayan Das

সম্পর্কিত খবর