বাংলাHunt :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে একটি সংবাদ সম্মেলন করেন, সেখানে তিনি জানান বেতন কমিশন ফাইল আসলেই তবেই পে কমিশনের কথা ভাবা হবে। ভোটের আগে অনেকে পে কমিশন নিয়ে রাজনীতি করেছে অনেকে। আমরা সরকারি কর্মচারীদের পে কমিশন দিতে চাই কিন্তু পরিস্থিতি ও সরকারে টাকা নেই। সঠিকভাবে না আসায় ফলে চরম বিপদের সম্মুখীন হতে হচ্ছে।
এখন কোন পে কমিশন হবে না বলে জানা গেছেন। ডিসেম্বরের দিকে পে কমিশন পেতে পারে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন কোন প্রকল্প কে বন্ধ রেখে পে কমিশন দেওয়া হবে না।
খাদ্যসাথী বন্ধ রেখে যদি পে কমিশন দেওয়া হয় তাহলে গরীব মানুষের আবার কষ্ট পাবে না। সরকারি কর্মচারীরা পে কমিশন পায় সেই দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। যদি কোষাগারে টাকা আসে তাহলে তখন ভেবে দেখা হবে অর্থাৎ ডিসেম্বরেও পে কমিশন পাবে তার নিশ্চিত নয় সরকারি কর্মচারীরা