বাংলাহান্ট ডেস্কঃ সোমবার বিকেলে নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee )। এদিনের বৈঠকে অমিত শাহকে একদিকে যেমন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী, তেমনি অন্যদিকে তুলে ধরলেন তৃণমূলের বেশকিছু সফল কর্মকান্ডের হিসেব।
সরকারী কর্মচারী এবং স্বচ্ছাসেবকদের অগাধ পরিশ্রমের ফলে ‘দুয়ারে সরকার’ প্রকল্প বেশ সাড়া জাগিয়েছে। এই করোনা পরিস্থিতিতে যেভাবে তারা বিভিন্ন সংগঠন এবং ক্যাম্প গঠন করে কাজ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়ও বললেন মুখ্যমন্ত্রী। এদের দিন রাত অক্লান্ত পরিশ্রমের ফলে সমস্ত প্রকল্পগুলিতে বেশ সাড়া মিলেছে। এই ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আয়ত্তায় ইতিমধেই ১২ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে।
এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ‘এই ক্যাম্পে যেসকল সরকারী কর্মচারীরা এবং স্বচ্ছাসেবকরা দিন রাত এক করে মানুষের জন্য কাজ করে গেছেন, তাদের একটি করে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। পাশাপাশি দুমাস তাদের টিফিন অ্যালোয়েন্স হিসাবে ৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণাও করলাম। তারা যা কাজ করেছেন, তা বাবদ তাদের এটা প্রাপ্য’।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কোভিড পরিস্থিতির এই সময়েও সরকারী কর্মচারী ভাইবোনেরা দুর্দান্ত কাজ করে গেছেন। বিডিও, এসডিও, এডিএম, ডিএম, আইসি, এসপি, লাইন ডিপার্টমেন্ট, উচ্চপদস্থ আধিকারিকরা এমনকি মুখ্যসচিবের নেতৃত্বে সব প্রিন্সিপাল সেক্রেটারিরা সকলেই এই প্রতিকূল পরিস্থিতিতে নিজের যথাসাধ্য কাজ করে গেছেন’।
তবে এদিন নবান্নের বৈঠক থেকে অমিত শাহ এবং বিজেপি আক্রমণ করতেই ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বললেন, ‘চিটিংবাজ দল বিজেপি। গতকাল অমিত শাহ একটার পর একটা মিথ্যে কথা বলে গেছে এখানে এসে। ২৮ শে ডিসেম্বর আমরা বোলপুর গিয়ে ২৯ শে ডিসেম্বর মা-মাটি-মানুষের রোড শো করব’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার