এবার সরকারি কর্মচারীরা বিনামূল্যে পাবেন ৭ লাখ টাকার সুবিধা! শুধু করতে হবে এই কাজটি

বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি একজন সরকারি কর্মচারী হন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধু তাই নয়, এবার আপনি পেতে পারেন ৭ লক্ষ টাকার সুবিধাও। মূলত, EPFO-র তরফে চাকরিজীবীদের অনেক ধরনের সুবিধা প্রদান করা হয়। সেই রেশ বজায় রেখেই এবার EPFO ​​আপনাকে পুরো ৭ লক্ষ টাকার সুবিধা দিচ্ছে। আপনি যদি EPFO ​​গ্রাহক হন তবে আপনি সহজেই এর সুবিধা নিতে পারেন।

মূলত, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের গ্রাহকদের তাড়াতাড়ি ই-নমিনেশন করার পরামর্শ দিয়েছে। আর এটা না করলে আপনি ওই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এর জন্য, আপনাকে শুধুমাত্র একটি ফর্ম পূরণ করতে হবে। বর্তমান প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

পেনশন ছাড়াও জীবন বীমার সুবিধা রয়েছে:
PF এবং পেনশন ছাড়াও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তার গ্রাহকদের জীবন বীমার সুবিধাও দেয়। যার অধীনে আপনি ৭ লক্ষ টাকার সুবিধা পাবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই সুবিধাটি গ্রাহকেরা বিনামূল্যে পাবেন। অর্থাৎ, এর জন্য কোনো বাড়তি খরচের প্রয়োজন নেই।

EPFO টুইট করেছে:
ইতিমধ্যেই EPFO টুইটের মাধ্যমে জানিয়েছে, “ইপিএফ-এর সমস্ত গ্রাহকরা এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম, ১৯৭৬ (EDLI) এর আওতায় রয়েছেন। EDLI স্কিমের অধীনে, প্রতিটি EPF অ্যাকাউন্টে ৭ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের বীমা কভার পাওয়া যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যদি কোনো গ্রাহক কোনো নমিনেশন ছাড়াই মারা যান,সেক্ষেত্রে এই প্রক্রিয়াটি কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায়, অনলাইন মাধ্যমে কিভাবে আপনি নমিনেশনের বিবরণ পূরণ করবেন তা জেনে নিন।”

EDLI-এর অধীনে সুবিধা পাওয়া যায়:
উল্লেখ্য যে, EPF-এর সমস্ত গ্রাহকদের এমপ্লয়িজ ডিপোজিট লিংকড ইন্স্যুরেন্স স্কিম ১৯৭৬ (EDLI) এর অধীনে, সমস্ত EPF অ্যাকাউন্টে সম্পূর্ণ ৭ লক্ষ টাকার সুবিধা বিনামূল্যে বীমা হিসাবে দেওয়া হয়।

এভাবেই করুন ই-নমিনেশন:
১.আপনাকে প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.epfindia.gov.in/-এ যেতে হবে।
২. এখানে আপনাকে প্রথমে “Services” অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর আপনাকে এখানে “For Employees”-এ ক্লিক করতে হবে।
৪. এখন “মেম্বার UAN/Online Service (OCS/OTCP)”-এ ক্লিক করুন।
৫. এরপর UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

৬. লগ ইনের পরে “ম্যানেজ” ট্যাবে “ই-নমিনেশন” অপশনটি সিলেক্ট করুন।
৭.. এরপরে “প্রোভাইড ডিটেলস” ট্যাবটি স্ক্রিনে উপস্থিত হবে। তারপরে “সেভ” অপশনে ক্লিক করুন।
৮. ফ্যামিলি ডিক্লেলেরেশন আপডেট করতে “ইয়েস” অপশনে ক্লিক করুন।
৯. তারপর “Add Family Details”-এ ক্লিক করুন। এখানে একাধিক নমিনিও যোগ করা যাবে।

MONEY IN HANDS

১০. কোন নমিনির কত টাকা আসবে তা নির্ধারণ করতে “নমিনেশন ডিটেলস”-এ ক্লিক করুন। ডিটেলস দেওয়ার পর “সেভ” অপশনে ক্লিক করুন।
১১.”EPF নমিনেশন”-এ ক্লিক করুন।
১৩. এরপর OTP জেনারেট করতে “ই-সাইন”-এ ক্লিক করুন। আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP পাঠানো হবে।
১৪. নির্দিষ্ট স্থানে OTP লিখুন এবং “সাবমিট” অপশনে ক্লিক করুন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর