৪% DA পেয়ে খুশিতে আত্মহারা! মমতাকে ধন্যবাদ জানাতে সোমে যা করছে সরকারি কর্মীদের সংগঠন

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫-‘২৬ অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য মাত্র ৪% ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে মমতা সরকার। যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ (DA)। এই ডিএ বৃদ্ধির ঘোষণার পর যখন ক্ষোভে ফুঁসছে সরকারি কর্মীদের একাংশ। সেখানে তৃণমূল রাজ্য সরকারের এই ঘোষণাকে উপহার হিসেবেই তুলে ধরতে চাইছে।

বিরাট কর্মসূচি সরকারি কর্মীদের- Government Employees

এই আবহে মমতা সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল-ঘনিষ্ঠ সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এই লক্ষ্যে আগামীকাল রাজ্যের সমস্ত জেলাশাসক কার্যালয়, মহকুমা ও ব্লক অফিস, কলকাতা-সহ জেলা সদর, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং আঞ্চলিক দফতরগুলিতে ধন্যবাদ কর্মসূচি করা হবে।

মূলত টিফিন টাইমে ছোট সভা, গেট মিটিং ও মিছিলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কর্মসূচি করা হবে। ইতিমধ্যেই সংগঠনের চেয়ারম্যান মানস ভুঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়েক এই কর্মসূচির বিষয়ে রাজ্যের বিভিন্ন দফতরে নির্দেশ পাঠিয়েছেন। এবং পরবর্তীতে গোটা রাজ্য জুড়ে আরও কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে তৃণমূল-ঘনিষ্ঠ ফেডারেশনের পক্ষ থেকে।

এদিকে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি পূরণ না হওয়ায় মঙ্গল ও বুধবার রাজ্য জুড়ে পাল্টা প্রতিবাদ কর্মসূচি করবে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হবেন তারা। তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ”সরকারি কর্মচারী সংগঠনের কর্তব্য হল সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা। এদিকে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন উল্টে রাজ্য সরকারের পদলেহন করে রাজনৈতিক সংগঠনের মতো কাজ করছে।”

dearness allowance

ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেগে তিনি বলেন,” রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা যে ভাবে আন্দোলন চালাচ্ছি, সে ভাবেই চালিয়ে যাব।” আগামী ১৮-১৯ তারিখে রাজ্যের সরকারি অফিসে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকেই আসছে নতুন স্কিম! DA বৃদ্ধির আগেই ৫০% বাড়বে পেনশন

এদিকে তৃণমূল-ঘনিষ্ঠ কর্মচারী সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, ”কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও যে ভাবে মুখ্যমন্ত্রী প্রতি বছর সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে যাচ্ছেন, তাতে আমরা কৃতজ্ঞ।” সংগঠনের তরফে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, আগামী সোমবার দুপুরে রাজ্যের সব সরকারি অফিসে আমাদের নেতারা সভা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করবেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর