সুরাপ্রেমীদের জন্য সুখবর, কমবে মদের দাম! অতিরিক্ত শুল্ক হটাচ্ছে সরকার

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী সরকার (Delhi Government) সমস্ত রকম মদের (Wine) উপর থেকে সর্বোচ্চ খুচরা মূল্যর উপর লাগু করা ৭০ শতাংশ ‘করোনা ফি” তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ জুন থেকে দিল্লীতে মদের দামে (Wine Price) আর কোন অত্যাধিক কর থাকবে না। এর ফলে ব্যাপক হারে কমবে মদের দাম।

যদিও সরকার এর সাথে সাথে সমস্ত মদের উপর মূল্য বর্ধিত কর (ভ্যাট) ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের নেতৃত্বে হওয়া ক্যাবিনেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লী সরকারের রাজস্বের ঘাটতি পূরণের জন্য গত মাসে মদের উপর অত্যাধিক কর চাপানো হয়েছিল। কারণ সরকার এই লকডাউনের বড়সড় ঝটকা খেয়েছে আর রাজস্বের ঘাটতি হয়েছে।

আধিকারিক সুত্র অনুযায়ী, দিল্লি সরকার গত মাসে বিশেষ করোনা ফি বাদের মদ বিক্রি করে ২৩৫ কোটি টাকার রাজস্ব অর্জন করেছে। কেন্দ্র সরকার দ্বারা জারি গাইডলাইন্স অনুযায়ী ৩রা মে থেকে গোটা দেশে কড়া নির্দেশিকা পালন করে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। আর এরপরেই দিল্লী সরকার মদের উপর ৭০ শতাংশ একস্ট্রা কর বসায়।

করোনা ফি’র কারণে দেশের রাজধানী দিল্লীতে মদের দাম ৭০ শতাংশ বেড়ে যায়। যদিও এত দাম বেড়ে যাওয়ার কোন প্রভাবই পড়েনি দিল্লী বাসীর উপর। মদের দোকান খোলার পর দোকানের সামনে হাজার হাজার মানুষের ভিড় জমেছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর