সোনায় সোহাগা! সামনেই টানা তিন দিন ছুটি, কবে মিলবে? দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ভ্যাকেশন লিস্ট

বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের শুরু থেকেই একাধিক ছুটি (Government Holiday) পেয়ে এসেছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Workers)। বিগত দেড় মাস ধরে চলছে লোকসভা নির্বাচন চলেছে। বন্ধ ছিল স্কুল-কলেজ সবই। ভোটের কারণে এখনও ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন শুরু হয়নি। অর্থাৎ ছুটির রেশ এখনও কাটেনি। এরই মাঝে সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। কারণ সামনেই রয়েছে একটানা ৩ দিনের ছুটির সুযোগ।

এমনিতেই গরমের ছুটিতে চুটিয়ে ঘুরেছেন সকলে। অতিরিক্ত গরমের জন্য সরকারি স্কুলে গরমের ছুটির ঘোষণা হয় ২২ এপ্রিল। আর তারপর থেকেই চলছে টানা ছুটি। দক্ষিণবঙ্গের অনেক মানুষই গরম থেকে বাঁচতে ভীড় জমিয়েছেন দার্জিলিং সহ পাহাড়ের ঘোরার জায়গা গুলিতে। কিন্তু শীঘ্রই গ্রীষ্মের ছুটি শেষ হতে চলেছে। স্কুল খুলেও গিয়েছে। আগামী ১০ জুন থেকে ফের স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে পঠন-পাঠন। আর এরই মাঝে সামনে আরও ৩ দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা।

   

চলছে জুন মাস, আর এই মাসেই ছোটোখাটো প্ল্যান বানিয়ে ঘুরে আসার সুবর্ণ সুযোগ রয়েছে। চলতি মাসে টানা ৩ দিনের ছুটি পাওয়া যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের উৎসব বকরি ইদের কারণে। জানিয়ে রাখি এবার বকরি ইদ পড়েছে ১৭ জুন। যার কারণে ছুটি থাকবে। ওইদিন কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও হলিডে। কিন্তু তাহলে তিন দিন ছুটি কিভাবে হচ্ছে?

mamata nabanna f

আরও পড়ুন: এক ঝটকায় কমবে গরম! আজ দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৪০ কিমি বেগে ঝড়ও: আবহাওয়ার খবর

জানিয়ে রাখি, ১৭ জুন পড়েছে সোমবার, আর তার আগে শনিবারও ছুটি রয়েছে এবং রবিবার সাধারণ নিয়মেই ছুটি থাকে। অর্থাৎ একটানা তিনদিনের ছুটি। এই ছুটিতে কোথাও ঘুরে আসার প্ল্যান করা গেলে মন্দ হবে না। তাই দেরী না করে ঝটপট বানিয়ে ফেলুন হলিডে প্ল্যান।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর