কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ফের সুখবর! এবার এই মাস থেকে আরও একবার DA বাড়াতে পারে সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বড়সড় সুখবর সামনে এল কেন্দ্রীয় কর্মচারীদের জন্য। সম্প্রতি সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য DA বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। সেই রেশ বজায় রেখেই আগামী দিনেও ফের মহার্ঘ ভাতার ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সরকারের তরফে DA (Dearness Allowance) এবং DR (Dearness Relief) বছরে দু’বার সংশোধন করা হয়।

জুলাইতে ফের বৃদ্ধি পেতে পারে DA: ইতিমধ্যেই মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছরের জুলাই মাসে মহার্ঘ ভাতা ফের ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে সরকার। মূলত, DA এবং DR বছরে দু’বার অর্থাৎ জানুয়ারি এবং জুলাই মাসে সংশোধন করা হয়। এদিকে, সরকারি কর্মচারীদের DA এবং পেনশনভোগীদের DR প্রদান করা হয়।

এমতাবস্থায়, মিডিয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, শ্রম মন্ত্রক ২০১৬ সালের DA ক্যালকুলেশন ফর্মুলা সংশোধন করে মহার্ঘ ভাতাকে বেস ইয়ারে রূপান্তরিত করে Wage Rate Index (WRI)-এর নতুন সিরিজ জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেস ইয়ার ২০১৬=১০০ WRI-এর নতুন সিরিজটি ১৯৬৩-৬৫ সালের বেস ইয়ারের পুরোনো সিরিজের পরিবর্তে প্রতিস্থাপিত হয়েছে।

বর্তমানে DA বৃদ্ধির পর কত বেতন বেড়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মার্চ মাসেই কেন্দ্রীয় কর্মচারীদের ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। যার ফলে লাভবান হয়েছেন কেন্দ্রীয় সরকারের ৪৭.৫৮ লক্ষ কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী।

এমতাবস্থায়, মনে করুন কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীর যদি মাসিক বেতন ৪২,০০০ টাকা হয় এবং মূল বেতন ২৫,০০০ টাকা হয়, সেক্ষেত্রে উনি DA-র আকারে ৯,৬৯০ টাকা পাচ্ছেন। এদিকে, DA-র ক্ষেত্রে ৪ শতাংশ বৃদ্ধির পর তিনি ১০,৭১০ টাকা DA-র আকারে পাবেন। যার ফলে প্রতি মাসে ১,০২০ টাকার বেতন বৃদ্ধি ঘটবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X