মাদ্রাসার শিক্ষকদের বেতন বৃদ্ধি করলো বাংলার সরকার, উঠলো মুসলিম তোষণের অভিযোগ

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের আগে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়িয়ে দিল মমতা ব্যানার্জি (Mamata Banerjee) সরকার। দীর্ঘদিন ধরে চলতে থাকা তদের এই আন্দোলনের দাবী মেনে নিল এবার রাজ্য সরকার। বাড়িয়ে দেওয়া হচ্ছে বেতন। সিদ্ধান্ত নিল সরকার।

238191 mad1

শনিবার নবান্নে এক বৈঠকের আয়োজন করে বাংলার (West bengal) সরকার মাদ্রাসা স্কুলের শিক্ষক-কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। তাঁরা জানিয়েছেন, ১ এপ্রিল, ২০১৯ সাল থেকে কার্যকর হচ্ছে এই নতুন বেতন কাঠামো। নতুন বছর থেকে লাগু করা হয়েছে এই ষষ্ঠ বেতন কমিশন। এই নিয়ম অনুযায়ী বেতন পাচ্ছেন সরকারি কর্মীরা। এবার থেকে মাদ্রাসা স্কুলের শিক্ষকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হল। বেতন বাড়বে তাঁদেরও।

মাদ্রাসা বিদ্যালয়ের মুখ্য সম্প্রসারক, সম্প্রসারিকা, করণিক ও গ্রুপ ডি কর্মীদেরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। অর্থাৎ এবার থেকে বেতন বাড়বে মাদ্রাসা স্কুলের শিক্ষক-অশিক্ষিক কর্মীদেরও। আগে মাদ্রাসা স্কুলের গ্রুপ ডি কর্মীদের ন্যূনতম বেতন ছিল ৫,৬৫৬ টাকা। আর এখন সেই বেতন বেড়ে দাঁড়াল ৯ হাজার টাকা। এছাড়া বিদ্যালয়ের মুখ্য সম্প্রসারকদের ন্যূনতম বেতন আগে ছিল ১০,৪২১ টাকা। বর্তমানে সেই বেতন বেড়ে হয়েছে ১৪,০০০ টাকা।

download 87

মাদ্রাসা বিদ্যালয়ের কর্মীরা অনেক দিন ধরেই তাদের বেতন বৃদ্ধির দাবীতে বিভিন্ন প্রকার আন্দোলন চালিয়েছিল। এবার তাদের এই দাবী মেনে নিয়ে ভোটের আগেই বাড়িয়ে দেওয়া হল তাদের বেতন। এই নতুন বেতন কাঠামোর উপর নির্ভর করে প্রত্যকেরই বেতন বেড়েছে। প্রায় ৩ থেকে সাড়ে তিন হাজার টাকা করে বেতন বেড়েছে সমস্ত মাদ্রাসা কর্মীদের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর