সব নিয়োগ বন্ধ! হঠাৎ নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করল রাজ্য সরকার, কেন এমন সিদ্ধান্ত?

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। ৩১ বছরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দিকে দিকে চলছে প্রতিবাদ। অবস্থান বিক্ষোভে নেমেছেন জুনিয়র ডাক্তারেরা। ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। এই অবহেই এবারে রাজ্যের সব মেডিকেল কলেজে স্থানীয় ভাবে হাউজ স্টাফ (House Staff Recruitment) নিয়োগের প্রক্রিয়া বাতিল বলে ঘোষণা করল রাজ্যের (Government of West Bengal) স্বাস্থ্য দফতর।

২০৩৪ লোকসভা ভোটের মধ্যে হাউসস্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল স্বাস্থ্য দফতর। গত এপ্রিল মাসের ২৪ তারিখ এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য। এবারে তা বাতিল করা হল। যদিও হঠাৎ করে কেন নিয়োগ প্রক্রিয়া বাতিল হল সেই নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি স্বাস্থ্য ভবন।

সূত্র মারফত খবর, স্থানীয় ভাবে মেডিকেল কলেজগুলিতে হাউজ স্টাফ নিয়োগের প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছিল। এই নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয়েছিলেন নবীন ডাক্তারদের একাংশ। মূলত এমবিবিএস পাশ করে ইন্টার্নশিপের পর হাউজ স্টাফ হিসেবে কাজ করতে পারেন তারা। যদিও হাউজ স্টাফশিপ বাধ্যতামূলক নয় এখন।

আগে ডাক্তারি পড়ার সময়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যদের বাছাই করা হত। সেই হিসেবে হাউজ স্টাফ হত। তবে চলতি বছর বদলে যায় নিয়ম। এমবিবিএস পড়ার সময়ে প্রার্থীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৮৫ শতাংশের স্কোরকার্ড আর বাকি ১৫% ইন্টারভিউয়ের ভিত্তিতে নম্বর দেওয়া হবে বলে ঠিক করা হয়। এই নিয়েই শুরু হয় বিপত্তি। অভিযোগ ওঠে ইন্টারভিউয়ে যে ১৫ শতাংশ নম্বর যোগ হবে তা নিয়ে স্বজনপোষণ এবং দুর্নীতি হচ্ছে।

government of west bengal

আরও পড়ুন: একই ঘটনার পুনরাবৃত্তি! খেলনাবাড়ির মতোই মিঠিঝোড়াতেও মৃত্যু হবে আরাত্রিকার? ভিডিও ঘিরে শোরগোল

সম্প্রতি স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে এই নিয়ে চিঠি দিয়েছিলেন ছাত্র সংগঠন এআইডিএসও। নতুন নিয়ম নিয়ে আপত্তি জানানো হয়েছিল বলে জানা যায়। এদিকে আরজি করের ঘটনার পর আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। তিলোত্তমা কাণ্ডের বিচারের দাবিতে পথে রাত কাটাচ্ছেন তারা। এই উত্তপ্ত আবহে হাউজ স্টাফ নিয়োগ নিয়ে যাতে নতুন করে বিতর্ক না হয় সেজন্যই সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর