কিছুতেই কাজ হচ্ছে না! পরিস্থিতি সামালে এবার নবান্ন থেকে বড় নির্দেশ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ সবজির বাজারে আগুন। দিন দিন হুড়মুড়িয়ে বাড়ছে আলু-পেঁয়াজের দাম। যার জেরে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। এই পরিস্থিতিতে এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার (Government Of West Bengal)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে আলু-পেঁয়াজ (Onion- Potato) নিয়ে রীতিমতো দালালরাজ চলছে। সরকারকে না জানিয়েই সীমান্ত এলাকা দিয়ে আলু বাইরের রাজ্যে চলে যাচ্ছে।

আলু-পেঁয়াজের দামে রাশ টানতে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, রাজ্য আগে নিজের প্রয়োজন মেটাবে তারপর রপ্তানির চিন্তা। বাংলার আলু বাইরে চলে যাচ্ছে অথচ রাজ্য কিছুই জানতে পারছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন মমতা। সীমান্ত পেরিয়ে কীভাবে রাজ্যকে না জানিয়ে এখানকার আলু বাইরে চলে যাচ্ছে সেই বিষয় এবার রাজ্য দেখবে বলে জানান তিনি।

এই বিষয়ে রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্নাকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের উৎপাদনের পঞ্চাশ শতাংশই যদি বাইরে বিক্রি হয়ে যায়! আমরাই টাকা দেব, জমি উর্বর করার জন্য টাকা দেব, সংরক্ষণের জন্য টাকা দেব…যারা চাষি তারা এসব করে না। করে যারা মিডলম্যান আছে তারা। যারা দালালি করে সমাজটাকে শেষ করে দিল। দালালি করে আর টাকার ভাগ একে ওকে তাকে দেয়।’

nabanna

আরও পড়ুন: আজ ফের ঝেঁপে বৃষ্টি? কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? আবহাওয়ার খবর

মমতার নির্দেশ, ‘এসব যাতে না হয়, সকলকে তা দেখতে হবে। অ্যান্টি করাপশনকে শক্তিশালী করো। সিআইডিকে ফের ঢেলে সাজাব। অনেক সময় ভুল অভিযোগও আসে। তাই কোনো অভিযোগ এলে তা ক্রশ চেক করো।’ এমনিতেই আলু পেঁয়াজের দাম ক্রমশ উর্দ্ধমুখী। ভবিষ্যতে তা যাতে আরও না বাড়ে তাই রপ্তানির ক্ষেত্রে কড়া নজর দিলেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর