বাংলা হান্ট ডেস্কঃ OBC ইস্যুতে টালবাহানা অব্যাহত। এরই মধ্যে EWS সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government Of West Bengal)। সম্প্রতি EWS শংসাপত্র প্রদান প্রক্রিয়াটিকে আরও দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য। এই মুহূর্তে যা চাকরিপ্রার্থী এবং ছাত্রদের অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।
EWS সার্টিফিকেট নিয়ে স্বস্তি দিল রাজ্য | Government Of West Bengal
সূত্রের খবর, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের পক্ষ থেকে এই EWS বিষয়ে সমস্ত জেলাশাসক এবং মহকুমা শাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, যোগ্য প্রার্থীদের আবেদনপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর দ্রুত তার নিষ্পত্তি করতে হবে।
এখানে উল্লেখ্য, যে সমস্ত প্রার্থীরা তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), বা অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) সংরক্ষণের আওতায় আসেন না তারা রাজ্য সরকারের EWS এর জন্য আবেদন করতে পারেন। তবে এর জন্য কিছু নির্দিষ্ট আয় এবং সম্পত্তির দিক বিবেচনা করা হয়।
অফলাইন, এবং অনলাইন দু’ভাবেই আবেদন করা যায় EWS এর জন্য। অফলাইন আবেদনকারীরা ব্লক বা মহকুমা অফিসে গিয়ে এই সংক্রান্ত বিষয়ে খোঁজ নিয়ে আবেদনপত্র জমা করতে পারেন। আর অনলাইন আবেদনের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই আবেদন করা যাবে।
আরও পড়ুন: ১৮ই জুলাই জয়রামবাটী থেকে ট্রেন চলবে মোদির হাত ধরে! বিষ্ণুপুরবাসীর মুখে হাসি ফেরালেন সৌমিত্র খাঁ
রাজ্য সরকারের নির্দেশিকার মূল উদ্দেশ্য হল আবেদন প্রক্রিয়াটিকে সহজতর করা, যাতে যোগ্য প্রার্থীরা নিজেদের যোগ্যতার মাপকাঠিতে দ্রুত সার্টিফিকেট হাতে পেতে পারেন। বর্তমানে ওবিসি ইস্যুতে টালবাহানার মধ্যে রাজ্য সরকারের EWS নিয়ে এই নির্দেশিকা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।