নভেম্বরে বাড়তি রেশন? কোন কার্ডে কত সামগ্রী মিলবে? আগেভাগেই দেখুন

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক মাসেই রেশন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের মানুষদের নির্দিষ্ট কিছু খাদ্যসামগ্রী দেয় সরকার। কার্ডের (Ration Card) ধরণের ওপর নির্ভর করে কে কতখানি পাবেন। এখন যেমন মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয়, কোন কার্ডের গ্রাহকরা কতখানি রেশন সামগ্রী পাবেন। নভেম্বর মাসেও এর অন্যথা হয়নি। চলতি মাসে কোন কার্ডে কত রেশন পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক।

  • নভেম্বরে কোন রেশন কার্ডে (Ration Card) কত সামগ্রী পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে এখনও এমন অনেক মানুষ রয়েছেন যারা দু’বেলা দু’মুঠো খাবারের জন্য রেশন  ব্যবস্থার ওপর নির্ভরশীল। সেখান থেকে পাওয়া খাদ্য সামগ্রী দিয়ে পেট চলে বহু পরিবারের। সরকারের (Government of West Bengal) তরফ থেকে তাই প্রত্যেক মাসে নির্দিষ্ট রেশন সামগ্রী প্রদান করা হয়। নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের কোন কার্ডের গ্রাহকরা কত রেশন পাওয়া যাবে সেটা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

  • অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (AAY Ration Card)

এই ধরণের কার্ডে (Ration Card) সবচেয়ে বেশি খাদ্যসামগ্রী পাওয়া যায়। নভেম্বর মাসে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডের গ্রাহকরা ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা অথবা ১৪ কেজি গম এবং ১ কেজি চিনি পাবেন। এর জন্য তাঁদের কোনও টাকা দিতে হবে।

আরও পড়ুনঃ ‘তুমি সাংসদ, তুমি পারবে…’! দেবকে এই ‘বিশেষ’ উপদেশ দিয়েছিলেন শাহরুখ! এত বছর পর ফাঁস

  • স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড (SPHH & PHH Ration Card)

স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের গ্রাহকরা নভেম্বর মাসে ৩ কেজি চাল এবং ১.৯ কেজি আটা অথবা ২ কেজি গম পাবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই সামগ্রীগুলি পাবেন তাঁরা। এছাড়া কোনও গ্রাহক যদি আটা অথবা গম না নিতে চান, তাহলে তাঁরা ২ কেজি চিনিও নিতে পারেন।

Ration card items

  • রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা কার্ড (RKSY-I & RKSY-II Ration Card)

এই ধরণের কার্ডের গ্রাহকরা নভেম্বর মাসে ২ কেজি চাল পাবেন।

  • পাহাড় ও জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য বিশেষ প্যাকেজ  

রেশন কার্ডের (Ration Card) ধরণ ভেদে পশ্চিমবঙ্গের বাসিন্দারা নির্দিষ্ট পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। তবে জঙ্গলমহল এবং পাহাড়ের বাসিন্দা ও চা বাগানের কর্মীদের অতিরিক্ত কিছু রেশন সামগ্রী দেওয়া হয়। চলতি মাসেও এর অন্যথা হবে না বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর