বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক পথ দুর্ঘটনার (Road Accident) খবর সামনে এসেছে। এর মধ্যে বহু ক্ষেত্রে কারণ হিসেবে উঠে এসেছে বেপরোয়া ভাবে গাড়ি চালানো। এবার তাই গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই নতুন করে যানবাহনের গতি নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও।
গাড়ির গতি নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের (Government of West Bengal)!
সূত্র মারফৎ জানা যাচ্ছে, রাজ্যের বুকে পথ দুর্ঘটনায় লাগাম টানতে সম্প্রতি মুখ্যসচিবের (Chief Secretary) দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে যানবাহনের গতিবেগ কোথায় কেমন থাকবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, শহরের যানবাহনের গতি মোট ৩টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে।
নয়া নিয়ম অনুসারে, ভিআইপি রোড, বাইপাসের মতো জায়গায়, যেখানে মানুষ সহজে পারাপার সহ নানান কারণে গাড়ির গতিবেগ বাধা পাবে না, সেখানে যানবাহনের গতি ৫০ কিমি/ঘণ্টা রাখা যাবে। তবে ঘিঞ্জি রাস্তার ক্ষেত্রে সেই গতিবেগ নামিয়ে আনতে হবে ৪০ কিমি/ঘণ্টায়। এছাড়া যে সকল জায়গায় স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার, শপিং মল অথবা কোনও আবাসন রয়েছে, সেখানে যানবাহনের গতিবেগ ২৫-৩০ কিমি/ঘণ্টার বেশি রাখা যাবে না।
আরও পড়ুনঃ স্বাস্থ্যসচিবের ভূমিকায় চটে লাল মমতা! মুখ্যসচিবের কাছেও ভর্ৎসিত নারায়ণস্বরূপ নিগম
এছাড়া সরকারের (Government of West Bengal) নয়া নিয়ম অনুযায়ী, যে সকল রাস্তায় কোনও ক্রসিং নেই ও রিকশা, অটো, টোটো, মিনি ট্রাক তেমন চলাচল করে না, সেখানে ছোট গাড়ি, বাস ও ট্রাকের গতিবেগ সর্বাধিক ৬০ কিমি/ঘণ্টা অবধি হতে পারে। তবে এই ধরণের রাস্তার ক্ষেত্রে মোটরবাইকের সর্বোচ্চ গতিবেগ রাখতে হবে ৫০ কিমি/ঘণ্টার মধ্যে।
রাস্তা যদি ২-৩ লেনের হয় ও টোটো, অটো, মোটরবাইক ও মিনি ট্রাকের মতো যানবাহনের সংখ্যা ওই রাস্তায় চলা যানবাহনের ১০%-এর কম হয়, সেক্ষেত্রে বাস ও ট্রাকের গতিবেগ (Speed) ৬০-৭০ কিমি/ঘণ্টা হবে। তবে মোটরবাইকের ক্ষেত্রে সেই সীমা ৫০ কিমি/ঘণ্টা। তবে রাস্তার দু’দিকে ৩টি করে লেন থাকলে ও অটো, টোটো বা রিকশার জন্য আলাদা লেন থাকলে বাস, ট্রাক ৮০ কিমি/ঘণ্টা গতিতে চলাচল করতে পারবে। তবে সেই রাস্তায় যদি দু’টি ভারী গাড়ির মধ্যে বারংবার সংঘর্ষ হয়, সেক্ষেত্রে গাড়ির গতিবেগ ২০ কিমি/ঘণ্টায় কমিয়ে আনা হবে।
শহরের পাশাপাশি গ্রামের রাস্তাতেও গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের দিকে নজর দিয়েছে সরকার (Government of West Bengal)। পরিবহণ দফতরের এক শীর্ষকর্তার কথায়, শহর কলকাতার হাসপাতালে মাথায় আঘাত নিয়ে যত রোগী ভর্তি হন, তাঁদের একটি বৃহৎ অংশ গ্রামের বাসিন্দা। সেই কারণে গ্রাম বাংলার কোন রাস্তায় কোন ধরণের গাড়ির গতিবেগ কেমন হবে সেটির একটি সুনির্দিষ্ট মাপকাঠি বানিয়েছে স্টেট রোড সেফটি কাউন্সিল। সেই অনুযায়ী পরিবহণ দফতর নয়া নির্দেশিকা জারি করেছে।