বাংলা হান্ট ডেস্ক : বর্ষ বরণের উত্তেজনার পাশাপাশি পরীক্ষার উত্তেজনাও কম কিছু নয়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা কোনও রণ কৌশল সাজানোর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। সিলেবাস ঝালিয়ে নেওয়া থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতির এটাই তো শেষ সময়। তার আগেই পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের (Government Of West Bengal)।
হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance)। আর দিনকয়েকের মধ্যেই শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও। তারপর অ্যাডমিট এবং অবশেষে পরীক্ষা। তারমধ্যেই জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রশনের ফিজ প্রসঙ্গে বড় তথ্য সামনে নিয়ে এল রাজ্য সরকার। জানা যাচ্ছে, এবার থেকে মহিলাদের জন্য থাকবে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
সম্প্রতি যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, মহিলা ও ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় থাকবে। সাধারণ ক্যাটাগরি এবং সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের ফি একই রাখা হলেও বদল করা হয়েছে মহিলা এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি-তে। বলা ভালো তাদের জন্য এক নতুন ক্যাটাগরি যোগ করা হয়েছে।
আরও পড়ুন: প্রতি কেজি ২৫ টাকা! আটা, ডালের পর এবার চালের দাম কমাতে নয়া উদ্যোগ মোদী সরকারের, খুশি আম জনতা
এইদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে এই রেজিস্ট্রেশন মূল্যের বিষয়টি বিশদে জানিয়েছেন। চলতি বছর জেনারেল ক্যাটাগরির রেজিস্ট্রেশন ফি রয়েছে ৫০০ টাকা, সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের জন্য ফি ধার্য করা হয়েছে ৪০০ টাকা। এদিকে মহিলা এবং ট্রান্সজেন্ডারদের জন্য ৩০০ টাকা ফি ধার্য করা হয়েছে। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এবং আগামী ২৮ এপ্রিল এই পরীক্ষার দিন ধার্য্য করা হয়েছে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন : রেলকর্মীর দুই স্ত্রী থাকলে দু’জনেই পেনশনের সমান অধিকারিণী, রেল নীতি দেখে বড় নির্দেশ আদালতের
সেই সাথে শিক্ষামন্ত্রী এটাও জানিয়েছেন, সরকারের এই নয়া উদ্যোগ মূলত রাজ্যের কন্যা সন্তানদের উৎসাহ করার জন্যই। যাতে রাজ্যের কন্যারা তাদের লক্ষ্যে আরও দ্রুত এগিয়ে যেতে পারে তারই একটা প্রয়াস এটি। বিগত দিন পশ্চিমবঙ্গের শিক্ষা দফতরের উপর যে ধরণের অভিযোগ সামনে এসেছে, এই উদ্যোগ তাতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।