বাংলা হান্ট ডেস্কঃ একশো দিনের কাজ থেকে আবাস যোজনা, একাধিক প্রকল্পে (Government Scheme) কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য (Government of West Bengal)। ইতিমধ্যেই বহু স্কিমের ক্ষেত্রে কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে না থেকে ‘একলা চলো নীতি’ অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার আরও একটি কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সামনে আসছে বড় খবর। সম্প্রতি কেন্দ্রের (Central Government) একটি স্কিম রাজ্যে চালু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রের কোন প্রকল্পে ‘না’ রাজ্যের (Government of West Bengal)?
জানা যাচ্ছে, শনিবার দেশের সকল রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি একটি বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ চালু করার বিষয়ে জোর দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তবে সেই সময় নাকি রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রীর চালু করা কৃষক বন্ধু প্রকল্পেই আস্থা রয়েছে রাজ্যের। কেন্দ্রের তরফ থেকে তাদের স্কিম কার্যকর করার জন্য জোর দেওয়া হলেও, রাজ্যের কৃষকদের কাছে কৃষক বন্ধু প্রকল্পের গ্রহণযোগ্যতা বেশি মনে করছে রাজ্য কৃষি দফতর। রিপোর্ট বলছে, বেশ জোরের সঙ্গেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে এই বিষয়টি জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী।
সূত্র উদ্ধৃত করে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নাকি বলেন, ইতিমধ্যেই এই রাজ্যের কৃষকরা অনেক লাভজনক প্রকল্পে রয়েছেন। কৃষিমন্ত্রীর কথায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য ‘কৃষক বিমা’ ও ‘কৃষক বন্ধু’ প্রকল্প চালু করেছেন। কৃষক বিমা প্রকল্পে রাজ্যের কৃষকদের প্রিমিয়ানের জন্য কোনও অর্থ দিতে হয় না। সম্পূর্ণ টাকাটাই রাজ্যের (Government of West Bengal) কোষাগার থেকে দিতে হয়। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের চেয়ে বেশি টাকা কৃষকদের প্রদান করা হয়।
আরও পড়ুনঃ জোর বিপাকে বাবুল-অভিজিৎ? গুরুতর অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ সমাজকর্মী
এদিনের বৈঠকে রাজ্যের কৃষি বাজেট তুলে ধরেন কৃষিমন্ত্রী শোভনদেব (Sovandeb Chattopadhyay)। এই তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের রাজ্যের কৃষি বাজেট ৯৮০০ কোটি টাকা। সেখানে কেন্দ্র নিজেদের নানান প্রকল্পে যে অর্থ দেয়, তার পরিমাণ রাজ্য বাজেটের ৫ শতাংশেরও কম’।
জানা যাচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গই (Government of West Bengal) নয়, কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’য় দেশের আরও বেশ কিছু রাজ্য আগ্রহ দেখায়নি। এই স্কিম গ্রহণ করেনি গুজরাট, তেলেঙ্গানা, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পাঞ্জাব। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে এই তথ্য জানিয়ে শোভনদেব আবেদন করেন, কেন্দ্রের তরফ থেকে যেন কৃষক বিরোধী কোনও রকম নীতি প্রণয়ন না করা হয়।