৭২ ঘণ্টা পার! শাহজাহানের টিকির নাগালও পেল না পুলিশ, এবার বিরাট ‘অ্যাকশন’ রাজ্যপালের…

বাংলা হান্ট ডেস্কঃ পেরিয়ে গিয়েছে ৭২ ঘণ্টা। সন্দেশখালির ঘটনার পর এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। রবিবারই অবিলম্বে শাহজাহানকে গ্রেফতার করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে কড়া নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। তবে কোথায় কি! তার টিকির নাগালও পেল না পুলিশ। রাজ্যের ভূমিকায় রীতিমতো রুষ্ট রাজ্যপাল। এই আবহেই ফের কড়া অ্যাকশন বোসের।

সূত্রের খবর, শাহজাহান সীমান্ত পার করে গা ঢাকা দিয়েছে? নাকি ভারতেই আছে? এই নিয়ে লুকোচুরি বন্ধ করে পুলিশকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বোস। রাজভবন সূত্রে খবর, কেন এখনও রাজ্য পুলিশ এই নিয়ে রিপোর্ট দিচ্ছে না সেই প্রশ্নও তুলেছেন রাজ্যপাল। পাশাপাশি কেন দোষী পুলিস অধিকারিকদের চিহ্নিত করে এখনও শাস্তির ব্যবস্থা নেওয়া হয়নি সেই নিয়ে রাজ্য সরকারের জবাব তলব করেছে বোস।

এখানেই শেষ নয়। ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনায় CRPF আইজি, ED কর্তাদের সঙ্গে মিনিট পঁয়তাল্লিশের বৈঠক করেন তিনি। ঠিক কি ঘটেছিল সেই বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত, শুক্রবার সকালে রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে তার অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডির (Enforcement Directorates) গোয়েন্দারা। ছাড় পায়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ সংবাদমাধ্যমও।

প্রথমে শোনা যাচ্ছিল সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কোষেছিল সন্দেশখালির ‘বাদশা’। তবে বাংলাদেশে ভোট থাকায় সেই প্ল্যান সফল হয়নি। তাহলে কোথায় আছে তৃণমূলের এই নেতা? কাদের মদতে এখনও গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: ‘টাকা ছিল না, গলার মটর মালার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম’, কষ্টের কথা শোনালেন মমতা

এদিকে শনিবারই সামনে এসেছিল শাহজাহানের অডিয়োবার্তা। সন্ধ্যায় গোপন ডেরা থেকে অডিয়োবার্তায় তৃণমূল নেতা বলেন, ‘একদিন সকলেরই মৃত্যু হবে, আগে আর পরে, তাই ভয় পাওয়ার কিছু নেই।’ শাহজাহান আরও বলেন, ‘সকলের কাছে আমার অনুরোধ, সিবিআই এবং ইডিকে নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। এটা একটি রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা মনে করছে আমায় দমাতে পারলেই সন্দেশখালির তৃণমূল দুমড়ে যাবে। আমার মতো হাজার-হাজার শেখ শাহজাহান আছে।’ কোথা থেকে এত সাহস পাচ্ছে তৃণমূলের সাধারন একজন নেতা শাহজাহান?

cv bose on sahjahan

তৃণমূলের শাহজাহানকে নিয়ে রাজভবনের পিসরুমে একাধিক অভিযোগ জমা পড়েছে। জঙ্গিদের সঙ্গে যোগ রয়েছে তৃণমূল নেতার। এমন মারাত্মক অভিযোগও সামনে এসেছে। শাহজাহানের বিরুদ্ধে লুক-আউট নোটিস (Look Out Notice/Circular) জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফ-এর কাছে সার্কুলেট করে দেওয়া হয়েছে নোটিস। লুক-আউট নোটিস জারি হয়েছে নেতার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও।

তৃণমূল নেতার কাদের সাথে যোগ রয়েছে, কাদের সাহায্যে পালাতে সক্ষম হলেন তিনি, কাদের হাত তার মাথায়, হামলার সময় পুলিস কোথায় ছিল? ইতিমধ্যেই এনিয়ে কেন্দ্রকে বিস্তারিত গোপন রিপোর্ট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর