বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের। সোমবার শিয়ালদহ আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে বলেন, বিনীত গোয়েল সহ বেশ কয়েকজন শীর্ষস্তরের পুলিশকর্তা তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন। এহেন অভিযোগের পর আইপিএস অফিসার বিনীত সম্বন্ধে রাজ্যের (Government of West Bengal) অবস্থান কী? এবার জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বিনীতকে নিয়ে কী ভাবছে রাজ্য (Government of West Bengal)? জানতে চান রাজ্যপাল
মঙ্গলবার রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ১২ নভেম্বর আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ড (RG Kar Case) নিয়ে নানান সংবাদমাধ্যমে একটি বেশ গুরুতর সংবাদ প্রকাশিত হয়। সেগুলিতে বলা হয়েছে, গত ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে হাজিরার সময় আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার দাবি করেন, কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল সহ কিছু শীর্ষস্তরের পুলিশকর্তা তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন।
এমতাবস্থায় এই বিষয়টি খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারকে (Government of West Bengal) আবেদন করছে রাজভবন। সেই সঙ্গেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীতকে নিয়ে রাজ্যের অবস্থান ও রাজ্য এই অভিযোগ সম্বন্ধে কী ভাবছে সেটা জানতে চেয়েছেন রাজ্যপাল বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই বিষয়ে তিনি প্রতিক্রিয়া চেয়েছেন বলে খবর।
এদিকে ইতিমধ্যেই রাজ্যপালের (Governor CV Ananda Bose) এই বিবৃতির সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘উনি আসলে কখনও পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে উঠতে পারেনি। কেন্দ্রীয় সরকারের পাঠানো এজেন্ট হয়েই উনি থেকেছেন। যার কাজ হল সবসময় রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করা’।
উল্লেখ্য, গত সোমবার শিয়ালদহ আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বিনীতের বিরুদ্ধে অভিযোগ আনেন আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়। বলেন, ‘আমি নাম বলে দিচ্ছি … বড় বড় অফিসার রয়েছেন… আমায় বিনীত গোয়েল, ডিসি স্পেশ্যাল চক্রান্ত করে ফাঁসিয়েছেন’। এহেন অভিযোগের পর বিনীতকে নিয়ে রাজ্য (Government of West Bengal) কী ভাবছে, রাজ্যের অবস্থান কী, এবার তা জানতে চাইলেন রাজ্যপাল।