বাঙালি নায়িকার বেডরুম থেকে বেরোতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন! ভাঙতে বসেছিল গোবিন্দার সংসার

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে পরকীয়ার ঘটনার কোনো কমতি নেই। ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকারাও কখনো না কখনো জড়িয়েছেন বিবাহ বহির্ভূত সম্পর্কে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা গোবিন্দার (Govinda) জীবনেও রয়েছে এমন বিতর্ক। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকা সত্ত্বেও তিনি প্রেমে পড়েছিলেন অপর এক বাঙালি বলিউড অভিনেত্রীর। সে খবর ছড়িয়ে পড়ায় এক সময় সংসারও ভাঙতে বসেছিল গোবিন্দার (Govinda)। কে ছিলেন সেই অভিনেত্রী?

গোবিন্দার (Govinda) সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল এই অভিনেত্রীর

নব্বইয়ের দশকে বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন গোবিন্দা (Govinda)। হিরো নাম্বার ওয়ানের নায়িকা হয়েছেন অনেকেই। কিন্তু তাঁর নাম জড়িয়েছিল সহ অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে। সে সময় গোবিন্দা (Govinda) বলিউডের সুপারহিট নায়ক হলেও রানি সবে শুরু করেছেন কেরিয়ার। তবে দ্রুত সবার নজর কেড়ে নিয়েছিলেন রানি।

Govinda once had an affair with this actress

কীভাবে শুরু হয় ঘনিষ্ঠতা: ‘হদ কর দি আপনে’ ছবিতে গোবিন্দার (Govinda) সঙ্গে জুটি বেঁধে ছিলেন তিনি। সুইজারল্যান্ড সহ বিদেশের বেশ কিছু লোকেশনে শুটিং হয়েছিল ছবিটির। বলিউডের অন্দরে গুঞ্জন শোনা যায়, শুটিংয়ের ফাঁকেই নাকি গাঢ় হয়েছিল দুজনের সম্পর্ক। প্রায়ই নাকি তাঁদের একসঙ্গে বসে হাসিমজা করতে দেখা যেত। ক্রমে আরো ঘনিষ্ঠ হয়ে ওঠেন গোবিন্দা (Govinda) এবং রানি। এমনকি মুম্বই ফিরেও তাঁদের মধ্যে সম্পর্ক ছিল বহাল তবিয়তে।

আরো পড়ুন : আরাধ্যার জন্যই সবকিছু, ঐশ্বর্যকে ‘অসাধারণ মা’ বললেন অভিষেক, বরফ কি তবে গলছে?

হাতেনাতে ধরা পড়েন গোবিন্দা: শোনা যায়, প্রায়ই নাকি সময়ে অসময়ে রানির বাড়িতে গিয়ে উপস্থিত হতেন গোবিন্দা (Govinda)। অভিনেত্রীকে বিলাসবহুল ফ্ল্যাট, গাড়ি উপহারও দিয়েছিলেন তিনি। এমনকি শোনা যায়, একবার নাকি রাত পোশাকে রানির বাড়ি থেকে বেরোতে গিয়ে পাপারাৎজির চোখে পড়েন গোবিন্দা। এদিকে অভিনেতার স্ত্রী সুনীতা সবটাই জানতে পারেন সংবাদ মাধ্যমের দৌলতে। তারপরেই নাকি পরকীয়ায় লাগাম টানেন গোবিন্দা (Govinda)।

আরো পড়ুন : মোদী ম্যাজিক! এই দেশে প্রথম সফর করেই মন জিতলেন প্রধানমন্ত্রী, “বন্দে মাতরম”-এ জানানো হল স্বাগত

অন্যদিকে পরবর্তীকালে রানিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী উত্তর দিয়েছিলেন, গোবিন্দার সঙ্গে যে অভিনেত্রীই দু তিনটি ছবিতে কাজ করেছেন তাঁর সঙ্গেই এমন গুঞ্জন রটেছে। তাঁর আগে রবীনা, করিশ্মা, প্রীতির মতো অভিনেত্রীদের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল বলে মন্তব্য করেছিলেন রানি। গোবিন্দাকে ভালো বন্ধু বলেই দাবি করেছিলেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর