এই দিনই মিলবে বকেয়া DA! হবে অষ্টম বেতন কমিশনও? সরকারি কর্মচারীদের চাপে কেন্দ্র

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ২৩ জুলাই, ২০২৪-২৫ (Union Budget 2024) কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আর তার আগে ক্রমশই জোড়ালো হচ্ছে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) জল্পনা। সূত্রের খবর আসন্ন বাজেটে বেশকিছু দাবি রাখছে কেন্দ্রীয় সরকারী কর্মচারী ইউনিয়ন। অষ্টম বেতন কমিশন ছাড়াও কোভিডকালের (COVID-19) ১৮ মাসের ডিএ বকেয়া(Dearness Allowance) মেটানোর দাবি জানানো হবে।

আসন্ন বাজেটেই অষ্টম বেতন কমিশন ও বকেয়া ডিএ (Dearness Allowance) প্রাপ্তি?

ইতিমধ্যেই কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, এবার মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফের (ডিআর) বকেয়া টাকা হাতে পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। প্রসঙ্গত, কোভিড অতিমারীর সময় জরুরিকালীন ভিত্তিতে এই ভাতাগুলি বন্ধ করেছিল সরকার। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। সম্প্রতি সেই টাকা দেওয়ার জন্য সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছিল। খুব শীঘ্রই সরকারি কর্মীদের শিকে ছিঁড়বে বলে মনে করা হচ্ছে। আসন্ন বাজেটে বকেয়া DA (Dearness Allowance) ও DR নিয়ে ঘোষণা হতে পারে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে।

   

সম্প্রতি বকেয়া ডিএ ও ডিআর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান ন্যাশনাল কাউন্সিল (এমপ্লোয়িজ সাইড) জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র। সূত্রের খবর, ৬ জুলাই মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন বেশ কয়েকটি দাবি জানিয়েছে।

সেই দাবির তালিকায় রয়েছে ৮ম বেতন কমিশন অবিলম্বে গঠনের প্রস্তাব। নতুন পেনশন স্কিম (NPS) বাতিল করে সমস্ত কর্মচারীদের জন্য পুরানো পেনশন স্কিম (OPS) চলুর প্রস্তাব। কোভিডের সময়ের ১৮ মাসের ডিএ (Dearness Allowance) ডিআর রিলিজ করা। কমপ্য়াশনেট অ্যাপয়েন্টমেন্টের ৫ শতাংশের সীমা পরিবর্তন করে মৃত কর্মচারীর সমস্ত ওয়ার্ড/নির্ভরশীলদের ওই আওতায় নিয়োগ করা।

পাশাপাশি সমস্ত বিভাগে সমস্ত ক্যাডারের সমস্ত শূন্য পদ পূরণ করার দাবি। সরকারি বিভাগে আউটসোর্সিং এবং ঠিকাদারীকরণ বন্ধ হোক। সার্ভিস অ্যাসোসিয়েশন/ফেডারেশনগুলিকে স্বীকৃতি প্রদান। পোস্টাল গ্রুপ সি ইউনিয়ন, এনএফপিই, ISROSA-এর ডি-স্বীকৃতি আদেশ প্রত্যাহার৷

Dearness Allowance DA Salary hike

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় হাইকোর্ট! দেবকে নিয়ে কি নির্দেশ দিলেন জাস্টিস সিনহা?

JCM প্রক্রিয়ার বিধান অনুযায়ী অ্যাসোসিয়েশন/ফেডারেশনের গণতান্ত্রিক কার্যকারিতা নিশ্চিত করার দাবি। পরিষেবা সমিতি/ফেডারেশনের উপর বিধি 15 1(c) চাপানো বন্ধ হোক। নৈমিত্তিক, চুক্তিভিত্তিক শ্রমিক এবং জিডিএস কর্মচারীদের নিয়মিত করা হোক। স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীদের সিজি কর্মচারীদের সমান মর্যাদা দেওয়া।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর