A ফর অ্যালকোহল, B ফর বিড়ি- দাদু নাতিকে শেখালেন ইংরাজি, অবাক নেটিজনরা

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ বাচ্চারদের ব্রেন এতোটাই তুখোড় হয় যে, তখন তাদের যা শেখানো হয় বা বোঝানো হয় সেটাই তাদের মনে গেথে যায়। এই শেখার পরে তাদের সেই জিনিসের প্রতি ঝোক বাড়তে থাকে। কারন সত্যি বলতে তখনও তাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না।  তবে যদি কোনও বাচ্চার নিজের পরিবারের সদস্য আপত্তিজনক ক্রিয়াকলাপে আনন্দিত হন এবং বাচ্চাদেরও এটি করতে উত্সাহিত করেন? তবে সেই ক্ষেত্রে তার দুর্গতির অন্ত থাকে না।

ঠিক এরকমই ঘটনা ঘটেছে ইউপি জেলায়, যেখানে একজন দাদুকে দেখা গিয়েছে তাঁর দু’জন নাতিকে মদ্যপান ও ধূমপান করতে উত্সাহিত করতে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে , একজন দাদু তার নাতি নাতনিদের জন্য একটি নতুন সেট বর্ণমালা শেখাচ্ছে, যার মধ্যে ‘এ’ মদের জন্য এবং ‘বি’ বিড়ির জন্য রয়েছে।ঘটনাটি আটরৌলি থানার আওতাধীন অঞ্চল বাহাদুরপুরে্র।প্রবীণ ব্যক্তি, তার দুই নাতিদের এভাবে খারাপ শিক্ষার মাধ্যমে তাদের প্রভাবিত করছে। আর সেই ঘটনাই আমাদের সামনে এসেছে এই ভিডিওর মাধ্যমে। সেখানে দেখা গেছ দাদু তার নাতিদের  তাকে খাটের উপর বসে আকস্মিকভাবে ধূমপান এবং বাচ্চাদের সাথে মাতাল হতে দেখা যায়।  ভিডিওতে দেখা গেছে দাদু ওই দুই শিশুকে জল খাওয়ার পরিবর্তে মদ্যপান করাতে থাকে।

আর এর পরের পরিস্থিতি আরও খারাপ হয়। দাদু ওই শিশুকে মদ্য পান করানো শেখাতে থাকে। তারপরে তিনি বিড়ির ধরিয়ে শিশুদের খাওয়ানো শেখাতে থাকে। কারন এরপরে একজন শিশু বিড়িতে টান দেয়, আর তিনি বলেন এই বিড়ি নিয়ে অন্যজনের কাছে যেতে , ফলত দুজনের কাছেই যাতে বিড়ি সুখের বিষয় বস্তু হয়, সেই চেস্টা করছিলেন ওই প্রবীন। ভিডিওতে প্রাপ্তবয়স্কর এই আচরনে বেজায় চটেছে নেটিজেনরা, তাদের মতে এভাবে বাচ্চাদের নস্ট করার কন মানে হয়না । এটা অত্যন্ত লজ্জা ব্যাপার আমাদের কাছে যে বড়রা এভাবে শিশুদের নস্ট করছেন ।

 

সম্পর্কিত খবর

X