নেট শেষ হলেও নো চিন্তা! দুর্দান্ত সুযোগ নিয়ে এল Jio, মাত্র ২৫ টাকায় মিলবে এত জিবি ডেটা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ কার্যত খুঁজে পাওয়া মুশকিল। পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে এখন একাধিক গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই সম্পন্ন হয় স্মার্টফোনের মাধ্যমে। এমনকি, পড়াশুনো থেকে শুরু করে অফিসের কাজকর্ম প্রতিটি ক্ষেত্রেই এর জুড়ি মেলা ভার। তবে, এই কাজগুলির জন্য অবশ্য প্রয়োজন হয় ইন্টারনেটের। যার ফলে, ইন্টারনেট ছাড়া কার্যত অচল হয়ে যায় সমস্ত পরিষেবা।

এদিকে প্রায়শই বিভিন্ন টেলিকম অপারেটর সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে দেওয়ার ফলে সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। শুধু তাই নয়, দৈনিক ডেটার সীমা শেষ হয়ে যাওয়ার পরেও ভোগান্তিতে পড়েন অনেকে। এমন পরিস্থিতিতে, আপনি যদি স্বল্পমূল্যের বিনিময়ে আরও ডেটা পেতে চান সেক্ষেত্রে আপনাকে এখন খরচ করতে হবে মাত্র ২৫ টাকা। বর্তমান প্রতিবেদনে আমরা সেই প্রসঙ্গটিই উপস্থাপিত করছি।

Jio দিচ্ছে এমন সুযোগ: মূলত, ইন্টারনেটের জন্য আমরা যে ডেটা প্ল্যানের কথা বলছি তা হল Jio কোম্পানির। এতে আপনাকে মাত্র ২৫ টাকা রিচার্জ করতে হবে এবং এর বিনিময়ে আপনি 2 GB-র ডেটার সুবিধে পাবেন। পাশাপাশি, জানা গিয়েছে যে, ২৫ টাকার রিচার্জে প্রাপ্ত এই 2 GB ডেটার বৈধতা আপনার সক্রিয় প্ল্যানের বৈধতা পর্যন্ত বজায় থাকবে। সর্বোপরি এর সাহায্যে আপনি 4G ডেটার সুবিধা পাবেন।

83925 jio logo

কিভাবে উপলব্ধ হবে এই প্ল্যান: খুব সহজেই আপনি এই প্ল্যানের সুবিধা পেতে পারেন। এর জন্য প্রথমত আপনাকে Jio-র অ্যাপে যেতে হবে এবং সেখানে গিয়ে 4G ডেটা ভাউচারে ক্লিক করতে হবে। এর পরে প্ল্যানটি বেছে নিয়ে “Buy” অপশনে ক্লিক করুন এবং আপনি আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ড বা অন্যান্য অনলাইন পেমেন্ট মাধ্যম দিয়ে অর্থ প্রদান করে রিচার্জ করতে পারেন। উল্লেখ্য যে, Jio অ্যাপ ছাড়াও, আপনি অন্যান্য অ্যাপ থেকেও এই প্ল্যানের রিচার্জ করতে পারেন এবং এটির সুবিধা নিতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর