বাংলাহান্ট ডেস্ক : উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর অনেকেই চাকরির চেষ্টা করছেন। সাধারণ পড়াশোনার পাশাপাশি অনেকে আবার সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায় চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের দেশে চাকরিপ্রার্থীদের অনেকটাই পরিশ্রম করতে হয়। চাকরিপ্রার্থীদের তুলনায় সরকারি চাকরির পদের সংখ্যা খুবই কম।
সম্প্রতি UPSSSC তরুণ-তরুণীদের জন্য লোভনীয় চাকরির অফার নিয়ে এসেছে। ইউপিএসএসএসসি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এনফোর্সমেন্ট কনস্টেবলের শূন্য পদে নিয়োগ করা হবে। এই চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রার্থীকে নূন্যতম আঠারো বছর বয়সী হতে হবে। এই পদে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়া যাবে। নিয়োগ করা হবে মোট 477 টি শূন্য পদে। মাত্র 25 টাকা দিয়ে আবেদন করা যাবে।
ইচ্ছুক প্রার্থীরা upsssc.gov.in– এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আগামী 7 জুলাই থেকে শুরু হবে UPSSSC নিয়োগ 2023-এর আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া চলবে 28শে জুলাই পর্যন্ত। আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত প্রার্থীরা আবেদন পত্র সংশোধন করার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত করা হবে প্রার্থীদের।
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পুরুষদের 168 সেন্টিমিটার ও মহিলাদের 152 সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে। বুকের মাপ পুরুষদের 79 থেকে 84 সেন্টিমিটার পর্যন্ত হতে হবে। পুরুষদের 27 মিনিটে 4.8 কিলোমিটার এবং মহিলাদের 16 মিনিটে 2.4 কিলোমিটার দৌড়াতে হবে।
UPSSSC নিয়োগ 2023 এর পদ বিভাজন:
মোট পদের সংখ্যা – 477টি
অসংরক্ষিত 225টি
SC-এর জন্য 93টি
ST-এর জন্য 93টি
OBC-এর জন্য 13টি
EWS-এর জন্য 99টি