BJP-র আয়ু আর মাত্র ৬ মাস! পঞ্চায়েতের আগেই লোকসভা নিয়ে হুঙ্কার মমতার

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ২৪ ভোটের আগে বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে গত শুক্রবার পাটনায় দেশের অবিজেপি ১৫ টি দলের বৈঠক হয়। আর সেই মিটিংয়ের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্টই বলে দেন, “আমরা সকলে ঐক্যবদ্ধ। লোকসভায় এক হয়ে লড়ে বিজেপিকে পরাজিত করবো।’

বর্তমানে দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু সেই ‘পাটনা’ বৈঠক। আর সেই আবহেই চব্বিশের ভোটে বিজেপির (BJP) কী হবে তা নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়ির পঞ্চায়েত প্রচারসভা থেকে জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির আয়ু আর ছ’মাস। আমি যদি ভারতকে চিনে থাকি তাহলে চব্বিশে ওরা (বিজেপি) ধুয়ে যাবে”।

বিজেপির ভাগ্য নিয়ে এদিন এই ভবিষ্যদ্বাণীই করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সোমের পর মঙ্গলেও মমতার নিশানায় সেই মোদী সরকার। জানিয়ে রাখি, সম্ভবত আগামী বছর সম্ভবত ফেব্রুয়ারি-মার্চ মাসে দেশের লোকসভা ভোট৷ হয়তো সেকথা মাথায় রেখেই আজ ছ’মাসের ডেডলাইন বেঁধে দিলেন মমতা।

mamata

অন্যদিকে, মমতার এই মন্তব্যের কড়া ভাষায় জবাব দিয়েছে বিজেপি শিবির। এই ভবিষ্যদ্বাণী নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “২০১৯ সালের জানুয়ারিও মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত নেতাদের নিয়ে এসেছে হাত ধরে দাঁড় করিয়েছিলেন মমতা। সেই কর্মসূচির নাম ছিল ইউনাইটেড ইন্ডিয়া র‍্যালি। তারপর কী হয়েছিল সবাই দেখেছেন।”

মমতাকে খোঁচা দিয়ে শমীকবাবু আরও বলেন, “১৯ এর পর এবার আরও আগে উনি এসব করা শুরু করেছেন। ফলে ধরে নিতে হবে আগের বারের থেকে এবারে বিজেপি আরও বেশি আসন নিয়ে সরকার গড়বে।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর