বাংলাহান্ট ডেস্ক: জিএসটি (GST) কাউন্সিলের সাম্প্রতিক সিদ্ধান্তে সাধারণ মানুষের বাজেটে আসতে চলেছে বড় রকমের স্বস্তি। গত ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিল যে পরিবর্তন ঘোষণা করেছে তা কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে। নতুন কাঠামোয় মূলত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসের উপর কর হার উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এর ফলে মধ্যবিত্ত পরিবারের মাসিক ব্যয় হ্রাস পাবে এবং সঞ্চয়ের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
জিএসটি নিয়ে বড় পদক্ষেপ (GST)
ধরা যাক, দিল্লির এক মধ্যবিত্ত বাসিন্দা যার মাসিক আয় ৫০ থেকে ৬০ হাজার টাকা, দুই সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। এ পরিবারটি মাসে পনির, ঘি, নমকিন ও প্যাকেটজাত পানীয় জলের মতো জিনিসপত্রের জন্য ৫ হাজার টাকা খরচ করে। আগে এই পণ্যের উপর ১২ শতাংশ হারে জিএসটি (GST) দিতে হত ৬০০ টাকা, অর্থাৎ মোট খরচ দাঁড়াত ৫৬০০ টাকা। নতুন কাঠামোয় এই কর হার ৫ শতাংশে নেমে আসায় এখন কর হবে মাত্র ২৫০ টাকা। ফলে খরচ দাঁড়াচ্ছে ৫২৫০ টাকা। এক্ষেত্রে মাসে ৩৫০ টাকা সাশ্রয় হবে। এছাড়া পোশাক ও জুতোতে আগে ১২ শতাংশ হারে জিএসটি কার্যকর ছিল। যেমন, যদি কোনও পরিবার সন্তানদের পোশাক-জুতোতে মাসে ২০০০ টাকা খরচ করে, তবে আগের নিয়মে ২৪০ টাকা কর দিতে হত। নতুন কাঠামোয় এই কর হার ৫ শতাংশে নেমে আসায় এখন দিতে হবে মাত্র ১০০ টাকা। ফলে ২২৪০ টাকার পরিবর্তে মোট খরচ দাঁড়াবে ২১০০ টাকা। এখানেও পরিবারটি মাসে বাঁচাবে ১৪০ টাকা।
আরও পড়ুন:- পঞ্জাবে বন্যা দুর্গতদের পাশে অক্ষয়, ৫ কোটি টাকা দিয়ে বললেন, ‘আমার কাছে এটা সেবা’
পার্সোনাল কেয়ার পণ্য যেমন শ্যাম্পু, সাবান, হেয়ার অয়েলের ক্ষেত্রেও বড় সুবিধা আসছে। আগে এই খাতে মাসে ১৫০০ টাকা খরচ হলে ১৮ শতাংশ হারে জিএসটি (GST) দিতে হত ২৭০ টাকা। নতুন নিয়মে কর হার নেমে এসেছে ৫ শতাংশে। অর্থাৎ এখন দিতে হবে মাত্র ৭৫ টাকা। এতে মাসে ১৯৫ টাকা সাশ্রয় হবে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বিমা খাতে। স্বাস্থ্যবিমা ও জীবনবিমার প্রিমিয়ামে আগে ১৮ শতাংশ জিএসটি (GST) কার্যকর ছিল। ফলে যদি মাসে ২০০০ টাকা প্রিমিয়াম দিতে হয়, তবে কর বাবদ খরচ হত ৩৬০ টাকা। এখন নতুন কাঠামোয় বিমা খাতে জিএসটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এর ফলে এই খাতে খরচ কমবে পুরো ৩৬০ টাকা।
আরও পড়ুন:- “পরপুরুষের ছোঁয়া হারাম”, ধ্বংসস্তূপে আটকে পড়া মহিলাদের বাঁচাচ্ছে না উদ্ধারকারীরা, একী কাণ্ড আফগানিস্তানে?
সব মিলিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচে সাশ্রয় হবে প্রায় ১১৬৫ টাকা। বছরে এই সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৩,৯৮০ টাকা, অর্থাৎ প্রায় ১৪ হাজার টাকা। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত পরিবারগুলিকেও স্বস্তি দেবে। কারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচে করের বোঝা কমায় ক্রয়ক্ষমতা কিছুটা হলেও বাড়বে।(GST)
আসন্ন পুজো ও উৎসবের মরশুমে এই সঞ্চয় সাধারণ মানুষের মনে বাড়তি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। সরকারের প্রত্যাশা, জিএসটি (GST) কাঠামোয় এই আমূল সংস্কার ভোগ্যপণ্যের বিক্রি বাড়াবে এবং অর্থনীতির গতি ত্বরান্বিত করবে।