জিএসটি কাঠামোতে আমূল পরিবর্তন, নতুন করে কোন কোন পণ্যের দাম বাড়তে চলেছে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বদলে যাচ্ছে জিএসটির (GST) মূল পরিকাঠামো। কেন্দ্রীয় সরকারের এই বিশেষ করের বিষয়ে ১৫ ই অগাস্ট, স্বাধীনতা দিবসেঈ বড়সড় ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘এবার দিওয়ালি হবে ডবল দিওয়ালি’। ঠিক কী বদল হতে চলেছে পণ্য এবং পরিষেবা করের (GST) ক্ষেত্রে?

জিএসটির (GST) করকাঠামোয় আসছে বিরাট পরিবর্তন

গুঞ্জন বলছে, বর্তমানে যে ১২ এবং ২৮ শতাংশ স্ল্যাব প্রচলিত রয়েছে, তা তুলে দিয়ে ৫ শতাংশ এবং ১৮ শতাংশের প্রস্তাব পেশ করা হয়েছে। পাশাপাশি কিছু বিশেষ পণ্যের ক্ষেত্রে স্ল্যাব ৪০ শতাংশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কর (GST) কাঠামো বদল হলে কোন কোন পণ্যের দাম কমবে? বাড়বেই বা কীসের দাম?

GST tax slabs going to change reportedly this year

নতুন দুই স্ল্যাবের প্রস্তাব: সরকারি সূত্রে খবর, বর্তমানে ২৮ শতাংশ পর কাঠামোর আওতায় থাকা প্রায় ৯০ শতাংশ পণ্যের ব্যবহার কমিয়ে সেগুলি ১৮ শতাংশে নিয়ে আসা হবে। অন্যদিকে ১২ শতাংশ করহারের আওতায় থাকা পণ্যগুলিকে নতুন ৫ শতাংশ স্ল্যাবের (GST) আওতায় আনার প্রস্তাব পেশ করা হয়েছে। কিছু কিছু পণ্যের উপরে অবশ্য ৪০ শতাংশ কর (GST) বসানোর পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন : ১০৮ তীর্থক্ষেত্রের জল, মদনমোহনের জন্য ১০০৮টি নাড়ু! প্রথম জন্মাষ্টমীতে এলাহি আয়োজন দিঘা জগন্নাথ মন্দিরে

কোন পণ্যের দাম বাড়বে: এই ‘সিন গুডস’ এর তালিকায় রয়েছে তামাক এবং পানমশলা জাতীয় পণ্য সহ মোট সাতটি পণ্য। তবে মূল্যবান রত্নের মতো রপ্তানি এবং শ্রমনির্ভর পণ্যগুলির ক্ষেত্রে এবং পেট্রোলিয়ামের ক্ষেত্রে আগের করহারই বজায় থাকবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : ট্রেলারেই সিনেম্যাটিক ছোঁয়া, দুই ভিন্ন মেরুর বোনের গল্পে প্রথমবার জুটি বাঁধছেন শ্রুতি-আরাত্রিকা

নতুন করকাঠামোয় জিএসটি (GST) হার কমায় সরকারের রাজস্ব সংগ্রহে প্রভাব পড়বে ঠিকই, তবে কৃষি, গাড়ি, বস্ত্রশিল্প, স্বাস্থ্য, হস্তশিল্প, বিমা পরিবহণ, নির্মাণের মতো ক্ষেত্রে মানুষ সুবিধা পাবে। করকাঠামোয় সংস্কারের খসড়া প্রস্তাব মন্ত্রিসভা গোষ্ঠীর কাছে পাঠানো হয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।