হল না শেষরক্ষা, দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত ‘মহাভারত’ এর শকুনি গুফি পেন্টল

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা গুফি পেন্টল (Gufi Paintal)। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। বাবার জন্য সবাইকে প্রার্থনা টুকু করতে বলেছিলেন ছেলে। কিন্তু বিফলে গেল প্রার্থনা। সকলকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন ‘মহাভারত’ এর শকুনি মামা।

সোমবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুফি। তাঁর পরিবারের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে দুঃসংবাদ। মুম্বইয়ের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

Gufi paintal 1

বিগত ৩১ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন গুফি। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে গুফি পেন্টলের ছেলে হ্যারি পেন্টল জানিয়েছিলেন, তাঁর বাবা গুরুতর অসুস্থ কয়েকদিন ধরে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউতে রাখা হয়েছে বর্ষীয়ান অভিনেতাকে। তবে হ্যারি জানান, তাঁর বাবা এখন স্থিতিশীল আছেন। ধীরে ধীরে সুস্থতার লক্ষণ দেখাচ্ছেন। বাবার অনুরাগীদের প্রতি তিনি আর্জি জানান, অভিনেতার জন্য সকলে প্রার্থনা করুন।

অভিনেত্রী টিনা ঘাই এ বিষয়ে জানিয়েছিলেন, একটি নাটকের প্রস্তুতি নিচ্ছিলেন গুফি। হঠাৎ করেই পরিস্থিতির অবনতি হতে শুরু করে তাঁর। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, তাঁর হৃদজনিত এবং কিডনির সমস্যা রয়েছে।

হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। টিনা আরো জানিয়েছিলেন, কয়েক বছর আগেই গুফির স্ত্রী প্রয়াত হয়েছেন। তাই হাসপাতালে থাকলেই তাঁর সঠিক যত্ন আত্তি হবে বলে মনে করেই তাঁকে সেখানে রাখা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের শেষ সুযোগটুকু দিলেন না গুফি।

প্রসঙ্গত, মহাভারত এ শকুনির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন গুফি পেন্টল। ব্যাপক খ্যাতি পেয়েছিল টেলিভিশনের মহাভারত। এই শোতে অভিনয় করে বড় ব্রেক পান গুফি। সারা দেশে ছড়িয়ে পড়ে তাঁর নাম। এখনো অনেকেই মনে রেখে দিয়েছেন গুফিকে।

তবে শুধু মহাভারতের শকুনি হিসেবে নয়, টেলিভিশন পরিচালক হিসেবেও নাম করেছিলেন তিনি। রফু চক্কর, দিল্লাগি, দেশ পরদেশ, ময়দান এ জঙ্গ এর মতো বলিউড ছবিতেও অভিনয় করেছিলেন গুফি পেন্টল।


Niranjana Nag

সম্পর্কিত খবর