বাংলা হান্ট ডেস্ক : অপ্রতিরোধ্য রাজস্থান অবশেষে থমকালো গুজরাতের সামনে। গত বুধবার রাজস্থান কোণঠাসা করতে বড় ভূমিকা পালন করেছেন শুভমন গিল (Shubman Gill)। ওপেনিং করতে নেমে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। সেই সাথে ভেঙেছেন একাধিক রেকর্ডও। এমনকি কিং কোহলির (Virat Kohli) রেকর্ড ভেঙে নয়া নজির স্থাপন করেছেন গুজরাট অধিনায়ক।
গত বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শুভমনের ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৭২ রান। ৬ ম্যাচের শেষে শুভমনের সংগ্রহে এসেছে ২৫৫ রান। ৫১ রানের গড় হিসাব সহ সর্বোচ্চ অপরাজিত রান ৮৯। ১৫১.৭৮ এর স্ট্রাইক রেটের সাথে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি। অরেঞ্জ ক্যাপের তালিকায় বড়সড় লাফ দিয়েছেন শুভমন। সেই সাথে ভেঙেছেন কিং কোহলির রেকর্ড।
IPL- রং ইতিহাসে এতদিন সবচেয়ে কম বয়সে ৩০০০ রান করার রেকর্ড ছিল কোহলির নামে। কোহলি এই নজির গড়েছিলেন ২৬ বছর ১৮৬ দিন বয়সে। আর এবার ২৪ বছর ২১৫ দিন বয়সে ৩০০০ রান সম্পূর্ণ করে নতুন রেকর্ড গড়লেন শুভমন গিল। একই সাথে সবচেয়ে কম ইনিংস খেলে ৩০০০ রান করার রেকর্ডে তিন নম্বরে উঠে এসেছেন তিনি।
আরও পড়ুন : মুম্বাই ম্যানেজমেন্টের উপর রেগে বোম হিটম্যান, বদলাচ্ছেন জার্সি? বড় ইঙ্গিত দিল লখনউ কোচ
উল্লেখ্য যে, IPL-এ সবচেয়ে কম ইনিংস খেলে ৩০০০ রান করার তালিকায় সবার উপরে নাম রয়েছে ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিজ দাপুটে ব্যাটার ক্রিস গেইল এই নজির গড়েছিলেন মাত্র ৭৫ ইনিংসে। এরপরেই নাম রয়েছে কে এল রাহুলের। ভারতীয় ব্যাটার ৮০ টি ইনিংস খেলে এই রেকর্ড গড়েছিলেন। এরপর জস বাটলার, ফাফ ডুপ্লেসির সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন শুভমন। এই তিন তারকাই ৯৪টি ইনিংস খেলে ৩০০০ রান করেছেন।