Ekchokho.com 🇮🇳

ভার্চুয়াল শুনানির সময় বিয়ার খাচ্ছেন আইনজীবী, কোমডে বসে বিচারপতি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Updated on:

Updated on:

Lawyer sips from beer mug during virtual court hearing in Gujarat High Court, judge sits on commode judge sits on commode

বাংলা হান্ট ডেস্ক: আবারও চর্চার মুখে গুজরাট হাইকোর্ট (Gujarat High Court)। চলছে মামলার শুনানি। তার মাঝেই বিয়ারে গলা ভেজাচ্ছেন আইনজীবী।শুধু তাই নয় ,পাশাপাশি চলছে ফোনে কথা বলা।এমনকি দিন কয়েক আগে হাইকোর্টের এক মামলাকারী টয়লেট কোমডে বসে শুনানিতে অংশগ্রহণ করেন। যেহেতু হাইকোর্টের মামলার শুনানি সরাসরি সম্প্রচার হওয়ার ব্যবস্থা আছে।ফলে এই দুটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

ভার্চুয়াল আদালতের শুনানির মধ্যে বিয়ারের মগে চুমুক গুজরাটের আইনজীবী (Gujarat High Court)

গুজরাট হাইকোর্টে মামলার ভার্চুয়াল শুনানির সময় বিয়ারের মগে চুমুক দিলেন গুজরাটের আইনজীবী।এই ঘটনায় হতবাক সকলেই।ঘটনাটি ঘটেছে দিন কয়েক আগে।পাশাপাশি, এই ঘটনা পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই আইনজীবীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা করেছে গুজরাট হাইকোর্ট।

সূত্রের খবর, গত ২৫ জুন গুজরাট হাইকোর্টের একটি ভার্চুয়াল মামলার শুনানি চলছিল।সেই মামলার শুনানির সময় বিয়ারের মগে চুমুক দেওয়ার পাশাপাশি অন্যজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন ওই আইনজীবী। এমন কি তার এই আচরণ গুলি ধরা পড়ে  ক্যামেরায়।সেই সময়ের ছবি ও ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পর ওই আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে গুজরাট হাইকোর্ট।

উল্লেখ্য, প্রথম ঘটনাটি মঙ্গলবার বিচারপতি সন্দীপ ভট্টর এজলাসে হয়।দেখা যায়, হাইকোর্টের এক প্রবীণ আইনজীবী তাঁর মামলায় ভার্চুয়াল ভাবে যোগদান করেছে। এমনকি তিনি তাঁর চেম্বারে বসে বিয়ার খেতে খেতে বিচারপতির সঙ্গে কথা বলছেন। যদিও এই ঘটনার দৃশ্য লক্ষ্য  করেননি বিচারপতি ভট্ট। কিন্তু সিসি ক্যামেরা ছবি বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি ভাইরাল হওয়ায় শোরগোল পরে হাইকোর্টে।এমনকি প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি এসএস সুপেরিয়া ও বিচারপতি টি বচ্ছানীর বেঞ্চ আদালতের অমর্যাদা করায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়।

Lawyer sips from beer mug during virtual court hearing in Gujarat High Court, judge sits on commode judge sits on commode

আরও পড়ুন: কী কাণ্ড! বাবার শেষকৃত্যে হেলিকপ্টার দিয়ে টাকার বৃষ্টি ছেলের, শোরগোল নেট দুনিয়ায়

এই প্রসঙ্গে দুই বিচারপতি জানান, প্রবীণ আইনজীবীর এহেন আচরণ নিন্দনীয়। তিনি আরও জানান, প্রবীণ আইনজীবীর আচরণ আদালতের মর্যাদাহানী করেছে। আদালতের গড়িমা রক্ষার ক্ষেত্রে বিচারপতিরা তাদের দায়িত্ব থেকে সরবেন না। এমনকি প্রবীণ আইনজীবীর বিরুদ্ধে আদালতে মামলা চলবে। যদিও অভিযুক্ত আইনজীবী এই বিষয়ে মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি , কেউ তাঁর বাড়িতে বা চেম্বারে বসে কি খাবে কি খাবে না তা ঠিক করে দিতে পারেনা আদালত। এছাড়া বিয়ার অত্যন্ত প্রচলিত একটি পানীয়।