বাংলাহান্ট ডেস্ক : আজ থেকেই বিধানসভা নির্বাচন শুরু পাঞ্জাবে। এর মধ্যেই সে রাজ্যের রাজনীতিতে তুমুল বিতর্ক এবং জল্পনার সৃষ্টি করেছে ‘ডেরা সাচ্চা সৌদা’-এর ভোট ব্যাঙ্ক। পাঞ্জাবে মোট ৪০ লক্ষ ভোটার রয়েছেন যাঁরা ডেরা পন্থী। এই ৪০ লক্ষ ভোটারের ভোটে সরাসরি প্রভাব পড়ে রাজ্যের ১১৭ টির মধ্যে ৭০ টি আসনে। এই ডেরা সদস্যদের ভোট পাওয়া গেলে জয় একপ্রকার নিশ্চিত পাঞ্জাবে।
এহেন পরিস্থিতিতে গুঞ্জন এই ডেরা-ভোটারদের ভোট পাওয়ার চেষ্টা করছে বিজেপি। ইতিমধ্যেই ডেরা প্রধানের তরফে বিজেপিকে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যার কারণে গভীর রাতে সদস্যদের জন্য জারি করা হতে পারে কোড ওয়ার্ড।
অন্যদিকে, ফার্লোতে জেল থেকে জামিন পেয়েছেন বাবা রাম রহিম। সোমবারই এই সংক্রান্ত পরবর্তী শুনানি শোনাবে হাইকোর্ট। আগামীকালই এই ফার্লো বাতিল করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রসঙ্গে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে একটি পিটিশন জমা দিয়েছেন নির্দল প্রার্থী পরমজিৎ সিং কোহলি। সেই পিটিশনে তিনি দাবি করেন ডেরার ভোট ব্যাঙ্ককে ব্যবহার করার জন্যই ডেরা প্রধান রাম রহিমকে ফার্লো দিয়েছে বিজেপি।
এর অভিযোগের প্রেক্ষিতে সোমবারই ফার্লো বাতিল করা হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। কিন্তু রবিবারই ভোটগ্রহণ হয়ে যাওয়ায় সোমবারের শুনানিতে যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না তা বলাই বাহুল্য।
গোপন সূত্রে খবর, শনিবার ডেরা সাচ্চা সৌদার রাজনৈতিক শাখা পাঞ্জাবে একটি গোপন বৈঠক ডাকে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বৈঠকে কোন দলকে ভোট দেবে ডেরা সদস্যরা তা চুড়ান্ত করা হয়। এই বৈঠকের আলোচনায় বলা হয়, কংগ্রেসের শাসনকালে বাবা রাম রহিমকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ক্ষুব্ধ ডেরা পন্থীরা। ফলে কংগ্রেস যে কোনো ভাবেই সমর্থন পাবে না তা বলাই বাহুল্য।
বর্তমানে গুরুগ্রামে পুলিশের কড়া নজরদারিতেই রয়েছেন বাবা রাম রহিম। সূত্রের খবর শনিবার সন্ধ্যেয় একটি বিশেষ সংকেত দিয়েছেন বাবা। এটিই ডেরার রাজনৈতিক শাখা পৌঁছে দিয়েছে প্রতিটি ডেরা অনুগামীর কাছে। আজই প্রথম দফার বিধানসভা নির্বাচন পাঞ্জাবে। কোন দল শেষ অবধি পেল ডেরার সমর্থন তা জানা যাবে ভোটের ফলাফলেই। তবে এবারের লড়াই যে কঠিন হতে চলেছে ডেরার বিরাগভাজন সবার জন্যই তা বলা বাহুল্য।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার