বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাসের দাপটে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিনে দিনে রেকর্ড হারে করোনা আক্রান্তের খবর উঠে আসছে। হাসপাতালে মিলছে না শয্যা, রয়েছে অক্সিজেনেরও আকাল। এমন পরিস্থিতিতে মানবতার ইঙ্গিত হিসেবে নয়ডা (Noida) সেক্টর-১৮-এ অবস্থিত একটি গুরুদ্বার (Gurudwara) কোভিড আক্রান্ত রোগী এবং তাঁদের পরিবারকে খাদ্য সরবরাহ করে চলেছে।
গুরুদ্বারের প্রধান পুরোহিত গুরপিত সিং (Gurpreet Singh) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা সেই পরিবারগুলিকে সাহায্য করার চেষ্টা করছি যারা কোভিড (Covid) পজিটিভ এবং খাবার রান্না করতে সক্ষম হয়ে উঠতে পারছে না। আমরা তাদের জন্য খাবারের প্যাকেট তৈরি করছি এবং এটি সোসাইটির গেটের সামনে রেখে দিচ্ছি এবং নিরাপত্তা প্রহরীর পরিবারের কাছে খাবারের প্যাকেজগুলি নিয়ে যাচ্ছে’।
তিনি আরও জানিয়েছেন, ‘গত বছরের সেপ্টেম্বরে এই খাদ্য সরবরাহের প্রক্রিয়াটি শুরু করা হয়েছিল। এখন তারা প্রতিদিন ৫০০০ প্যাকেট খাবার তৈরি করে।’ সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral) হয়ে যায় এবং নেটিজেনরাও ও গুরুদ্বারের কর্মকাণ্ডে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে।
নীচে কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল—-
An extremely genuine and purposeful effort by our Sikh brothers, once again..!
Salute to them and their organization..!— Jeff (@Jeff14512Aj_) April 17, 2021
কেউ লিখছেন খুব ভালো কাজ–
Sardars have proven time n again,they r superior human beings of high class n vetter human beings.
— Fehmida javed (@javed_fehmida) April 17, 2021
এদিকে, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে জানা গেছে, গোটা দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে ২.৬১ লক্ষেরও বেশি মানুষ নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন।