শেরু আর সুইটির বিয়ে বলে কথা! দুই সারমেয় ‘সাতপাকে বাঁধা’ পড়তেই ভুরিভোজ ১০০ জনের

বাংলাহান্ট ডেস্ক : মানুষ নয় তো কি হয়েছে, শখের সারমেয় বলে কথা! তাই তাদের বিয়েও হল রীতিমতো মানুষের মত। হিন্দু শাস্ত্র নিয়ম মেনে গুড়গাঁওয়ে বিয়ে দেওয়া হল দুই সারমেয়র। নিজের মেয়ে সারমেয়র সাথে বিয়ে দিলেন প্রতিবেশীর এক পুরুষ সারমেয়র। গুরগাঁওয়ের পালাম বিহার এক্সটেনশনে জৈল সিং কলোনিবাসী এমন দৃশ্যের সাক্ষী থাকতে পেরেছে বলেই সূত্রের খবর।

জানা গিয়েছে, শেরু এবং সুইটির বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ভুরিভোজ ছাড়লেন অনুষ্ঠান নিমন্ত্রিত ১০০ জন অতিথিও। এখানেই শেষ নয়। সারমেয়দের বিবাহ উপলক্ষে ছাপানো হয়েছিল ২৫ টি নিমন্ত্রণ কার্ডও! এছাড়াও অনলাইনে নিমন্ত্রণের ব্যবস্থাও করা হয়েছিল। বরযাত্রী ও কনেযাত্রী মিলিয়ে ১০০ জন অতিথি রীতিমত নাচ-গান করে উদযাপন করলেন বিবাহ অনুষ্ঠান।

কনে সারমেয় সুইটির মালিক সবিতা জানিয়েছেন, “আমি এবং আমার স্বামী দুজনেই পশু প্রেমি। আমরা দুজনেই আমাদের পোষ্যদের খুব খেয়াল রাখি। আমাদের নিজেদের কোন সন্তান হয়নি। তাই সুইটি আমাদের কন্যা।” এই কন্যা সুইটিকে তারা কিভাবে পেলেন সে কথাও জানিয়েছেন সবিতা। তিনি জানান, তার স্বামী নিয়মিত মন্দিরে গিয়ে পশুপাখিদের খাওয়াতেন। একটি কুকুর আজ থেকে বছর তিনেক আগে তার স্বামীর পিছু নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসে। এরপর সেই কুকুরটি হয়ে ওঠে তাদের কন্যা।

এরপর প্রতিবেশীদের সুপারিশে ঠিক করেন তাদের মেয়ের বিয়ের কথা। মাত্র চার দিনের মধ্যেই তারা সিদ্ধান্ত নেন তারা তাদের কন্যার বিয়ে দেবেন। এরপর এক প্রতিবেশীর পুরুষ কুকুর শেরুর সাথে বিবাহ স্থির করে ফেলেন সুইটির বাবা – মা। এরপর গায়ে হলুদ, মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে আট হাত এক হল জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর