সঠিক সময় মুখ খুলব! পর্দার আড়াল থেকে এই প্রথমবার উত্তর হৈমন্তীর। আর কিছু বললেন কী?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) সদ্য নাম জড়িয়েছে গোপাল দলপতির (Gopal Dalapati) স্ত্রী ‘রহস্যময়ী’ মডেল হৈমন্তী গঙ্গোপাধ‌্যায়ের (Haimanti Ganguly)। দুদিন থেকে সেই নিয়েই তোলপাড় বঙ্গ। হন্যে হয়ে চলছে তার খোঁজ। এরই মাঝে প্রথমবারের জন্য মুখ খুললেন হৈমন্তী।

বিগত কয়েকদিন থেকে শিরোনামে জায়গা করে নিয়েছে মডেল হৈমন্তী। সংবাদপত্র ও সংবাদমাধ্যমে একের পর এক ঘুরপাক খাচ্ছে ছবি। কে এই অন্তরালবর্তিনী! এই প্রশ্নই সর্বত্র। জনমানসে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম উঠে আসা এই মডেলের। সর্বত্র যখন খোঁজ চলছে হৈমন্তীর ঠিক সেই সময়ে এক সংবাদমাধ্যমের কাছে প্রথমবারের জন্য মুখ খুললেন তিনি।

ঠিক কী বললেন হৈমন্তী? সরাসরি নয়, এদিন সংবাদ মাধ্যম তরফে ফেসবুকের মেসেঞ্জারে পাঠানো বার্তার জবাবে হৈমন্তী নিজে লেখেন, ‘আমি ঠিক সময়ে সব কিছুর উত্তর দেব।’ তবে কী এবার প্রকাশ্যে ধরা দেবেন হৈমন্তী? এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবেন অপরিমেয় কৌতূহলের কেন্দ্রবিন্দু হৈমন্তীদেবী।

প্রসঙ্গত, হৈমন্তী গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে ইতিমধ্যেই মুখ খুলেছেন তার মা বুলা গঙ্গোপাধ্যায়। গতকাল মেয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বুলাদেবী বলেন, ‘‘আমার মেয়ে নির্দোষ। ও দুর্নীতির বিষয়ে কিচ্ছু জানে না। ও সৎ বংশের মেয়ে। কোনও দু’নম্বরি করতে পারে না। এটা হতে পারে, আমার মেয়েকে কেউ ফাঁসাচ্ছে। সময়মতো আমার মেয়ে সকলের সামনে সব বলবে।’’

haimanti ganguly

হৈমন্তীকে নির্দোষ বলেছেন তার স্বামী গোপাল দলপতিও। সংবাদমাধ্যমের সামনে জোর গলায় গোপাল বলেন, হৈমন্তী এসবের বিষয়ে কিছুই জানেন না। দূর দূর পর্যন্ত হৈমন্তীর সাথে নিয়োগ দুর্নীতির কোনো যোগ নেই। কুন্তল নিজের দিক থেকে অভিযোগের তীর ঘোরাতে ভুলভাল বলছেন বলেও জানান তিনি। পাশাপাশি তার দাবি, হৈমন্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তার। সে নিজেও জানেনা হৈমন্তী এখন কোথায় থাকে। কোনো যোগাযোগ নেই তাদের।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X