বাংলা হান্ট ডেস্ক: বর্ষার এই সময়টা বাড়তে থাকে চুলের নানা সমস্যা । যার মধ্যে অন্যতম খুশকি বা স্ক্যাল্পের সমস্যা। যার জন্য অনেকেই নানান রকমের প্রডাক্ট ব্যবহার করেন চুলের জন্য (Hair Care)। পাশাপাশি এই সমস্যার কারণে অনেক সময় লজ্জাতেও পড়তে হয়। সবার সামনে যদি বারবার আপনার মাথা চুলকাতে হয়, তাহলে তা চিন্তার।
পাশাপাশি বর্ষার সময় চুল পড়ার সমস্যাও বেশি দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি জলে (Monsoon season) প্রচুর পরিমাণ অ্যাসিড উৎপাদন হয়, ও প্রচুর ধুলোবালিও রয়েছে। যার কারণবশত বৃষ্টির জল চুলে (Hair) পড়লে চুল তো ক্ষতি হয়। পাশাপাশি স্ক্যাল্পেরও ক্ষতি হয়। এর থেকে রেহাই পাবেন কি করে। জেনে ফেলুন কিছু ঘরোয়া টোটকা।
স্ট্রেস না বাড়িয়ে, জেনে নিন স্ক্যাল্পে চুলকানি রুখবেন কীভাবে? (Hair Care)
বর্ষাকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। এর ফলে চুলের (Hair) ক্ষতি হয়। পাশাপাশি ঘাম, ভেজা ভাব, দূষণের প্রভাবে মাথার তালুতে নানান রকম সংক্রমণ বাঁধে। যার ফলে হয় চুলকানি ও র্যাশ। এইসবের জেরে ক্রমাগত চুল পড়তে থাকে। তবে ঘরোয়া কিছু উপায় মানলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আরও পড়ুন: নিশ্চিন্তে খান তেলে ভাজা, কোলেস্টেরল থাকবে হাতের মুঠোয়, রান্নার এই নিয়মগুলো জানলেই পাবেন রেহাই
১. প্রথমেই বাইরে থেকে এসে মোটা দাঁড়ের চিরুনি দিয়ে চুল আঁচড়ান, তাতে জট ছাড়ানো সহজ হবে।
২. মাথার চুলকানি কমাতে লেমন গ্রাস তেল ভীষণ উপকারী। সপ্তাহে মাত্র ৩ দিন ব্যবহার করুন এই তেলটি। দেখবেন চুলকানি উধাও হবে নিমিশে।
৩. বাইরে থেকে এসে প্রথমেই উষ্ণজলে শ্যাম্পু করে নিন। এতে চুলে জট পরবে না। পাশাপাশি ঠান্ডা লেগে জ্বরও আসবে না।
৪. শ্যাম্পুর কন্ডিশনার লাগানো একান্ দরকার। কারণ, কন্ডিশনার ব্যবহার করার পরেও চিরুনি দিয়ে চুলের আচড়ে নিতে হয়। এরফলে গোটা চুলে সমানভাবে কন্ডিশনার ছড়িয়ে যেতে পারবে।
৫. বর্ষাকালে মেথির জল দিয়ে মাথা ধুলে চুলকানি ভাব কমে যায়।