পুজোয় সহজেই মিলবে স্টাইলিশ লুক! এই ১০ টি হেয়ারস্টাইলেই হবে বাজিমাত

Published on:

Published on:

Hair Style tips for Durga Puja you can easily do it yourself at home

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসন্ন দুর্গাপুজো। ইতিমধ্যে সকলেই শেষ সময়ের শপিং শেষ করতে ব্যস্ত। তবে দুর্গাপুজোর সময় প্যান্ডেল হপিং হোক কিংবা জমিয়ে আড্ডা সেখানে মেকআপের পাশাপাশি সম্পূর্ণরূপ শেষ হয় হেয়ারস্টাইলের উপর গিয়ে (Hair Style)। সঠিক ড্রেসের সঙ্গে ঠিকঠাক হেয়ার স্টাইল না করলে সেই আর গ্ল্যামারেস লুকটা থাকে না। আজকের প্রতিবেদনে দেখে নিন সহজ কিছু হেয়ার স্টাইল যা আপনি খুব সহজেই বাড়িতে করতে পারবেন।

মডার্ন হেয়ারস্টাইলের সহজ কায়দা, স্টাইলিশ লুকের জন্য অপরিহার্য (Hair Style)

১) ক্লাসিক খোলা চুল: ক্রিট করা বা কাল করে আপনি চুল খোলা রাখলে পেতে পারেন একটি সুন্দর লুক। এই লোকটি যেকোনো জর্জেট শাড়ি অথবা সিল্ক শাড়ির সঙ্গে দারুন মানায়।

২) বান স্টাইল: সামান্য টুইস্ট করে বানিয়ে ফেলতে পারেন একটি হাই বান অথবা লো- মেসি বান। ট্রাডিশনাল এই লুকটি আপনার পোশাকের সঙ্গে দারুন মানান সই হবে। পাশাপাশি আপনাকে দেখতে এলিগ্যান্ট লাগবে।

Hair Style tips for Durga Puja you can easily do it yourself at home

আরও পড়ুন: উৎসবের মরশুমে ফের বাড়ল সোনার দাম! ১ গ্রাম হলুদ ধাতু কিনতে কত খরচ? জানুন আজকের রেট

৩) হাই পনিটেল: এখন এই হাই পনিটেল ভীষনভাবে ট্রেন্ডি। গাউনের সঙ্গে এই হেয়ার স্টাইলটা আপনি করতেই পারেন।

৪) হাফ পনিটেল: চুলের সামনের অংশটি টেনে ক্লিপ দিয়ে আটকে রাখতে হবে। এরপর বাকি চুলটি খোলা রাখুন।

৫) মেসি লুক: মেসি লুক ইন ট্রেন্ড। এই লুকটা করার জন্য বেশি কিছু করতে হয় না। এছাড়াও সারাদিন ঘোরাঘুরি করলেও এই লুকটা ক্যারি করা সহজ হয়।

৬) চুলে লাইন আনুন: হেয়ার স্টাইল (Hair Style) করার আগে ব্যবহার করুন হেয়ার সিরাম। এর ফলে চুল চকচকে দেখাবে। পাশাপাশি হেয়ারস্টাইল অনেকক্ষণ সেট থাকবে।

৭) গাজরা দিয়ে সাজান: চুলে খোপা করে তার ওপরে রজনীগন্ধা, গজরা অথবা গোলাপ ফুল ব্যবহার করতে পারেন। পুজোর দিনে আপনাকে অন্য ধরনের লুক দেবে।

৮) ফিশটেইল ব্রেইড: ফিউশন লুক পেতে গেলে একবার ট্রাই করতে পারেন ফিশটেইল ব্রেইড। ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে এই স্টাইল দারুন মানাবে।

৯) হেয়ার অ্যাকসেসরিজ ব্যবহার করুন: ভালো হেয়ারস্টাইল করার জন্য ব্যবহার করতে হবে হেয়ার ক্লিপ, বিডস বা মেটালিক পিন।

১০) সাইড ব্রেইড: হালকা মেকআপ আর হ্যান্ডলুম শাড়ি পরলে একপাশে ব্রেইড করতে পারেন। এই লোকটি আপনাকে ট্রাডিশনাল লুকের পাশাপাশি দেবে ট্রেন্ডি লুক (Hair Style)।