উপনির্বাচনে টিকিট পাওয়ার দৌড়ে প্রয়াত সাংসদের ২ পুত্র! এরই মাঝে নয়া বিতর্কে তৃণমূল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নৈহাটি, মাদারিহাট, সিতাই, হাড়োয়া, তালড্যাংরা এবং মেদিনীপুরে ভোট রয়েছে সেদিন। আরজি কর কাণ্ডের প্রভাব ভোটবাক্সে কতখানি পড়ছে তা জানতে এই নির্বাচন তৃণমূলের (Trinamool Congress) কাছে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই আবহে হাড়োয়া কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

  • হাড়োয়া কেন্দ্রে তৃণমূল (Trinamool Congress) প্রার্থী কে?

একুশের বিধানসভা ভোটে হাড়োয়া আসনে ঘাসফুল ফুটেছিল। হাজি নুরুল ইসলাম এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন। চব্বিশের বিধানসভা ভোটে তাঁকে বসিরহাট আসন থেকে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস। জয়ী হয়ে সাংসদ হন। গত ২৫ সেপ্টেম্বর সাংসদ থাকাকালীনই প্রয়াত হন তিনি। এবার শোনা যাচ্ছে, হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে (West Bengal Assembly By Elections) প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন হাজি নুরুলের দুই ছেলে।

জানা যাচ্ছে, সম্প্রতি হাড়োয়া আসনে প্রার্থী নির্বাচন নিয়ে নাকি তৃণমূলের (Trinamool Congress) মধ্যে ‘অন্তর্দ্বন্দ্ব’ দেখা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, সেখানে প্রার্থী বাছাই নিয়ে নাকি ফ্লেক্স পড়েছে। সেটি নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। সেখানে লেখা, ‘আসন্ন ১২১ হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে হাড়োয়া বিধানসভার ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে দেখতে চায় হাড়োয়া বিধানসভার সাধারণ মানুষ’।

আরও পড়ুনঃ বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! দুর্দান্ত প্রকল্প সরকারের

এদিকে জানা যাচ্ছে, এই কেন্দ্রে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন বসিরহাটের প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের (Haji Nurul Islam) বড় ছেলে আনারুল ইসলাম ও মেজ ছেলে রবিউল ইসলাম। সেই সঙ্গেই টিকিট পাওয়ার দৌড়ে স্থানীয় কয়েকজন নেতাও রয়েছেন বলে খবর। হাড়োয়া ব্লক তৃণমূল সভাপতি শফিক আহমেদ, বারাসাত ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ, মিনাখাঁ ব্লক যুব তৃণমূল সভাপতি আব্দুল খালেক মোল্লা, বসিরহাট উত্তরের সাবেক বিধায়ক এটিএম আবদুল্লা সহ বেশ কয়েকজন প্রার্থী হওয়ার লড়াইয়ে আছেন বলে জানা যাচ্ছে।

trinamool congress tmc flags

এদিনে সম্প্রতি হাজি নুরুলের মেজ ছেলে রবিউল ইসলাম জেলা পরিষদ সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর হয়ে নাকি রাজ্যের একজন সাংসদ এবং এক মন্ত্রী জোড়াফুল শিবিরের (Trinamool Congress) হাইকমান্ডের কাছে সুপারিশ করেছেন। হাড়োয়া আসনের প্রার্থী হিসেবে আবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের নামও আবার অনেক জায়গায় উঠে আসছে। শেষ অবধি তৃণমূল কাকে টিকিট দেয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X