অর্ধেক বাংলাদেশ খালি হয়ে যাবে … দাবি কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি (G. Kishan Reddy) রবিবার সন্ত রবিদাস জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওকে (K. Chandrashekar Rao) চ্যালেঞ্জ জানিয়ে বলেন, নাগরিকতা সংশোধন আইন ভারতের ১৩০ কোটি জনতার বিরুদ্ধে প্রমাণ করুক তিনি।

জি কিষাণ রেড্ডি বলেন, যদি বাংলাদেশের নাগরিকদের ভারতীয় নাগরিকতা দেওয়া হয়, তাহলে অর্ধেক বাংলাদেশ খালি হয়ে যাবে। উনি বলেন, ‘যদি বাংলাদেশিদের ভারতীয় নাগরিকতা দেওয়া হয়, তাহলে অর্ধেক বাংলাদের ফাঁকা হয়ে যাবে। যদি ওদের নাগরিকতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, থাওলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবে। এর দায়িত্ব কে নেবে? কেসিআর? না রাহুল গান্ধী?”

বিরোধীদের উপর হামলা করে রেড্ডি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা নাগরিকতা চাইছে। উনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান থেকে আসা মুসলিমদের নাগরিকতা দেওয়ার দাবি করছে। ভারত সরকার সিএএ নিয়ে সমীক্ষা করার জন্য প্রস্তুত।

তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) আর তাঁদের সহযোগী দল এআইএমআইএম-কে নিশানা করে রেড্ডি বলেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতি করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর